আহমদ রেজা চট্টগ্রাম বিশেষ প্রতিনিধিঃ ১ম বারের মত আনোয়ারা,চট্টগ্রাম অসহায়ের আস্থা ফাউন্ডেশন পক্ষে উপদেষ্টা প্রবাসী মো রাশেদ ও তাসরিফ সকল সদস্যদের পক্ষে রোজাদার অসহায়ের পরিবারের মাঝে ইফতার বিতরণ করেন।আনোয়ারা বেশ কিছু এলাকায় হত দরিদ্র পরিবারে মাঝে অসহায়ের আস্থা ফাউন্ডেশন পক্ষে হতে এ ইফতার বিতরণ করেন। আজ ১১ই মার্চ সকাল থেকে উপদেষ্টা তাসরিফ,সভাপতি আমির খসরু মানিক ,অর্থ সম্পাদক, মেজবাহ উদ্দিন, সিনিয়র সাংবাদিক,বিবিসি নিউজ ২৪ বিডি চট্টগ্রাম ব্যুরো প্রধান আহমদ রেজা উপস্থিতি ইফতার সামগ্রী বিতরন সম্পূর্ণ করেন।
৫ কেজি চাল, ১ লি সয়াবিন, ২ কেজি ছোলা, ১ কেজি পিয়াজ, ২ কেজি আলু, ২টি ফ্যামিলি প্যাক নুডলস প্রথম বারের মত বেশ কিছু অসহায় পরিবার মাঝে ইফতার সামগ্রী পৌছে দিতে পেরে উপদেষ্টা তাসরিফের দৃষ্টি কোণ থেকে তিনি বলেন। আমি আমাদের অত্র সংস্থা সকল সদস্যদের সহযোগিতায় আজকের দিনটাতে সল্প সময়ের মধ্যে ইফতার সামগ্রী দিতে পেরে খবই আনন্দিত। আগামীতে এ চেয়ে বেশি আয়োজন করে।প্রত্যেকের মাঝে পৌঁছানো আশাবাদী।সেই সাথে তিনি আরো জানান আমরা সংগঠনের সকল সদস্যদের নিয়ে পবিত্র ঈদুল ফিতর, ও ঈদুল আজহার কে ঘিরে আরো ভালো কিছু উদ্বেগ নিচ্ছি এবং এটা আমরা আশাবাদী