সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় রাস্তা আছে যেখানে রিক্সা চলবে সেখানে এমন স্লোগানে শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছেন আশুলিয়া থানা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির আইন-বিষয়ক সম্পাদক কেএম মিন্টু নেতৃত্বে কর্মসূচী পালন করা হয়।
এ বক্তারা জানান, শ্রমিকনেতা খাইরুল মামুন মিন্টু, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আলম পারভেজ, আলতাব শেখ ও নান্নু মিয়ার নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। রিক্সা-অটোরিক্সা, ভ্যান-অটোভ্যান চলাচলে বাঁধা নিষেধ প্রত্যাহার, চাঁদাবাজি হয়রানী বন্ধ করে চলাচলের জন্য আলাদা লেন ও মোড়ে মোড়ে রিক্সা-ভ্যান স্ট্যান্ড নির্মাণ করতে হবে।
রিক্সা-অটোরিক্সা, ভ্যান-অটোভ্যান এর জন্য নিবন্ধন প্লেট ও চালকদের ডাইভিং লাইসেন্স প্রদান করতে হবে। অলি-গলিসহ সকল রাস্তা মেরামত, সোলার লাইট স্থাপন করে রিক্সা-অটোরিক্সা, ভ্যান-অটোভ্যান চলচল উপযোগী করতে হবে। সকল সেক্টরের শ্রমিকদের জন্য রেশনিং প্রথা চালু করতে হবে। রেকার বিলের নাম করে রিক্সা চালকদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় বন্ধ করতে হবে।
মানববন্ধনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি শ্রমিকনেতা খাইরুল মামুন মিন্টু, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সহসভাপতি সাইফুল্লাহ আল মামুন, আশুলিয়া থানা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আলতাব শেখ, শ্রমিক বসির আহম্মেদ ও জামাল সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।