আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের দাপুনিয়া এলাকায় আজ সকালে এক অটো চালকের লাশ উদ্ধার হয়েছে। নিহতের নাম টুটুল (৩০), যিনি স্থানীয় অটো চালক ছিলেন। এলাকাবাসী সকালে ধানক্ষেতে পড়ে থাকা লাশটি দেখতে পান এবং তা পুলিশকে জানানো হয়।
নিহতের স্বজনরা জানান, গতকাল সন্ধ্যায় চারালপাড়া এলাকা থেকে পাঁচজনের একটি খুনি চক্র টুটুলকে খুন করে এবং তার অটো নিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশের সদস্যরা, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাও। স্থানীয় শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় জমিয়ে পরিস্থিতি দেখেন। এলাকাবাসী হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত সময়ে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এলাকার মানুষদের অভিযোগ, এই ধরনের অপরাধের জন্য স্থানীয় প্রশাসনের উদাসীনতা দায়ী। তারা নিরাপত্তা জোরদার করতে এবং খুনি চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এদিকে, ময়মনসিংহ জেলা পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং খুনি চক্রের সদস্যদের গ্রেফতার করতে অভিযান শুরু করেছে।
ময়মনসিংহ নগরীর উত্তর দাপুনিয়া এলাকায় টুটুল আহমেদ (২৭) নামে এক মিশুক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মার্চ ২৫) দুপুরের দিকে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের উত্তর দাপুনিয়া এলাকার একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত টুটুল আহমেদ গাজীপুরের ভবানীপুর মনিপুর গ্রামের আইনুল আলীর ছেলে। তবে তিনি ময়মনসিংহ নগরীর উত্তর দাপুনিয়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। দাম্পত্য জীবনে টুটুল দেড় বছর বয়সী ছেলে সন্তানের জনক।
নিহতের শ্বশুরবাড়ির স্বজনরা জানান, গতকাল সন্ধ্যায় ইফতারের পর বাজারে যাওয়ার কথা বলে টুটুল বাড়ি থেকে তার মিশুক গাড়িটি নিয়ে বেরিয়ে যান। এরপর তিনি আর রাতে বাড়ি ফিরে আসেনি। সকালে মরদেহ পড়ে আছে শুনে এসে দেখেন টুটুল খুন হয়েছে। তারা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সফিকুল ইসলাম খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে চালককে খুন করে মিশুকটি ছিনতাই করা হয়েছে এবং এ ঘটনায় তদন্ত চলছে।