সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
English
ব্রেকিং নিউজ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫০ বছর দখলে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ ঠাকুরগাঁওয়ে জেলা যুবদলের উদ্যোগে পরিছন্নতার কার্যক্রম সরাইল উপজেলা সদর ইউনিয়ন বাসীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবার ১৮ মাসের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধকে জুতার মালা পড়িয়ে গ্রামছাড়া জামালপুরে সেতুর নিরাপত্তা ইস্যুতে বি আই ইউ ছাত্রদলের অভিযোগ। ময়মনসিংহে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ময়মনসিংহ মেডিকেল কলেজ আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে হামলার ঘটনায় ক্ষমা চাইলেন শিক্ষার্থীরা ভালুকায় বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তর-এর নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভালুকায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Muktakathan News
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১২ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ  ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ১৬ মার্চ রবিবার ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের আয়োজনে কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।

সভায় ময়মনসিংহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানান, ময়মনসিংহ জেলার এলজিইডি’র আওতাধীন রাস্তা মেরামতের ৩৫% কাজ সমাপ্ত হয়েছে। ৬০% চলমান এবং ৫% দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও ময়মনসিংহের সকল উপজেলার বিতর্কিত রাস্তার নাম পরিবর্তনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে তন্মধ্যে-তারাকান্দা উপজেলার ০৪টি অবগঠন ও ফুলপুর উপজেলার ০১টি অবকাঠামোর নামের তথ্য এলজিইডি সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে।

ময়মনসিংহ গণপূর্ত বিভাগের কর্মকর্তা জানান, জেলা মডেল মসজিদের স্থান নির্বাচন করা হয়েছে। এছাড়া অন্যান্য মডেল মসজিদের কাজ দ্রুত শেষ করে নামাজ পড়ার উপযোগী করা হচ্ছে। এছাড়াও কাজের গুণগতমান মান বজায় রেখে গৃহীত প্রকল্পসমূহের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার এবং চলমান প্রকল্পসমূহ নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে।

ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, “ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার আয়মন নদী পুন:খনন ও নদীর তীর সংরক্ষণ” শীর্ষক প্রকল্পটিতে মুক্তাগাছা ও ফুলবাড়িয়া উপজেলাধীন ৪২ কি.মি. নদী পুন:খনন কাজ, নদী ভাঙ্গন রোধে বেদখলমুক্ত রাখতে মুক্তাগাছা পৌর এলাকাধীন ৬৮৮ মিটার তীর সংরক্ষন কাজ অনুমোদিত নকশা ও স্পেসিফিকেশন অনুযায়ী চলমান রয়েছে। কাজের অগ্রগতি প্রায় ৫২.৩০%।

ময়মনসিংহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানান, সমগ্র দেশে নিরাপদ পানি সরবর প্রকল্প: বর্ণিত প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ বছরের জন্য বিভিন্ন ধরনের পানির উৎসের মধ্যে ১৭৪০ নলকূপ এর বরাদ্দ পাওয়া গিয়েছে এবং দরপত্র প্রক্রিয়াধীন আছে। প্রকল্প শুরু হতে বরাদ্দকৃত ২০৮৭৪ টি বিভিন্ন পানির উৎসের মধ্যে ১৮৭৩৫টি পানির উৎসের কাজ সম্পন্ন হয়েছে।

সভাপতির বক্তব্যে জেলার প্রশাসক বলেন, জেলার উন্নয়নে অবশ্যই আমাদের সকল দপ্তরকে সমন্বয়ের সাথে কাজ করতে হবে। সভায় উপস্থিত কোন দপ্তরের যদি কোন ধরনের সহযোগিতা প্রয়োজন হয় বা উপজেলা নির্বাহী অফিসারদের কোন সহযোগিতার প্রয়োজন হয় তাহলে সেটা আমরা করব, যাতে করে এই জেলার উন্নয়ন আমরা নিশ্চিত করতে পারি। তিনি আরো বলেন, জেলার উন্নয়নে অবশ্যই আমাদের সকলের সমন্বয়ের কাজ করার বিকল্প নেই।

সভায় ময়মনসিংহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তাবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Author

Please Share This News in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Muktakathan Kalyan Foundation ©
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102