সারাদেশ

বাংলাবাজার রাহমানিয়া মহিলা টাইটেল মাদ্রাসার মজলিসে ইলমী অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৭ মার্চ ২০২৫ , ২:৪৪:৩৫ প্রিন্ট সংস্করণ

নাজিমে তালীমাত মুফতি আব্বাস
নাইবে নাজিম সালিম ইবনে ওমর

বাংলাবাজার রাহমানিয়া মহিলা টাইটেল মাদরাসার মজলিসে ইলমি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ মার্চ) রাত ১০.০০টায় মাদরাসার দফতরে ইহতেমামে প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ফখরুল ইসলাম হাফিযাহুল্লাহ’র অনুমতি সাপেক্ষে প্রতিষ্ঠানের সদরুল মুদাররিসিন মাওলানা মুজাম্মিল হোসেন হাফিযাহুল্লাহ’র সভাপতিত্বে উক্ত মজলিসে ইলমী অনুষ্ঠিত হয়। মজলিসে ইলমীতে আগামী ১৪৪৬-৪৭ হিজরি শিক্ষাবর্ষের পরিকল্পনা প্রণয়ন করা হয়। নতুন নাজিমে তালিমাত হিসাবে নিযুক্ত হন মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আব্বাস হাফিযাহুল্লাহ এবং নাইবে নাজিমে তালিমাত হিসাবে নিযুক্ত হন হাফিজ মাওলানা সালিম ইবনে উমর হাফিযাহুল্লাহ। সিদ্ধান্তের আলোকে সদরুল মুদাররিসিন হিসাবে নিযুক্ত হন মাদরাসার শায়খুল হাদীস মাওলানা মুজাম্মিল হোসেন হাফিযাহুল্লাহ।

মজলিসে ইলমির সিদ্ধান্তের আলোকে ১৪৪৬-৪৭ হিজরি শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আগামী ১১ শাওয়াল-১৪৪৬ হিজরি মোতাবেক ১১ এপ্রিল-২০২৫, শুক্রবার থেকে। এদিন বুখারী শরীফের দরস প্রদানের মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু হবে। মজলিসে ইলমিতে আরো উপস্থিত ছিলেন মাদরাসার মুহাদ্দিস মাওলানা আখলাক হুসাইন। অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা মুহাম্মদ আলী, হাফিজ সাহেল আহমদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা মাহফুজুর রহমান ফতেপুরী, হাফিজ মাওলানা দেলওয়ার হোসাইন প্রমুখ।

Author

আরও খবর

Sponsered content