ইমরান হোসেন বটিয়াঘাটা উপজেলা:-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাসিক মিটিং ও কর্মরত কর্মকর্তা, কর্মচারীদের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান ,শনিবার সকাল ১০ টায় সভায় বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএইচও ডাঃ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বিদায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষেমাসিক সাধারণ সভা শেষে অত্র হাসপাতালের ৬ জন কর্মকর্তা, কর্মচারীদের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। সংবর্ধিত অতিথিগণ হলেন জনাব মোঃ মশিয়ার রহমান (উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার), জনাব মোঃ লাল মিয়া (কুক মশালচী), জনাব তপন কুমার মন্ডল (জুনিয়র ম্যাকানিক), জনাব সুনিতী রানী (সিনিয়র স্টাফ নার্স), জনাব মুন্সিশফিকুল ইসলাম ( মেডিকেল টেকনোলজিষ্ট-ডেন্টাল), জনাব মোঃ বেলালুর রহমান (কুক মশালচী)।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের প্রধান সহকারী কাম-হিসাব রক্ষক, মোঃ সাইদুজ্জামান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনিত্রা বিশ্বাস সিনিয়র স্টাফ নার্স, মোঃ মোস্তফা আকুঞ্জী স্বাস্থ্য পরিদর্শক অমিত রায় এক্সরে টেকনিশিয়ান ও মেডিকেল অফিসার ডাঃ মাহফুজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অভিজিৎ মল্লিক। অনুষ্ঠানে সকল কনসালটেন্ট, মেডিকেল অফিসার এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধিত অতিথিগণ তাদের বক্তব্যের মাধ্যমে কর্মজীবনের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে বিদায়ী অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও উপহার বিতরণ করা হয়। সভায় সভাপতি তার বক্তব্যে বিদায়ী অতিথিদের বর্ণাঢ্য কর্মজীবেনর সততার সহিত দায়িত্বপালনে প্রসংশা করেন এবং অবসর পরবর্তী জীবন সুস্থ্য ও সুন্দরভাবে কাটানোর প্রত্যাশা করেন। সভাপতি আরো উল্লেখ করেন বিদায় অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে অত্র দপ্তরে যে ধারা চালু করা হলো এটি যেন পরবর্তীতে ও চলমান থাকে সে বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন।