সারাদেশ

কিশোরের সাথে বিয়ের দাবিতে অবস্থান স্বামী পরিত্যক্তা নারীর

  প্রতিনিধি ১৮ মার্চ ২০২৫ , ৪:২৩:০৯ প্রিন্ট সংস্করণ

মোঃ তারেক রহমান সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে আব্দুর রহমান নামের এক কিশোর সাথে বিয়ের দাবিতে অবস্থান নেয়ার পরদিন ফিরে যাওয়ার চেষ্টা করেছে সাদিয়া খাতুন নামে এক স্বামী পরিত্যক্তা নারী।

১৭ই মার্চ সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের দ্বাবারিয়া গ্রামে। আব্দুর রহমান ওই গ্রামের আব্দুর কবিরের ছেলে, সাদিয়া খাতুন উপজেলার পোতাজিয়া ইউনিয়নের টিয়ার বন্দর গ্রামের মালয়েশিয়া প্রবাসী সাদ্দাম হোসেনের মেয়ে। ২ বছর পূর্বে প্রথম স্বামীর সাথে তার ছাড়াছাড়ি হয়।

ঘটনাস্থলে গেলে সাদিয়া খাতুন প্রথমে অভিযোগ করে বলেন আব্দুর রহমানের সাথে তার ৬ মাস পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর‌ই মধ্যে বিয়ের আশ্বাস দিয়ে সে ধর্ষণ করেছে। পরে জিজ্ঞাসাবাদে সে আবার বলেন এই ধরণের কোন কাজ আব্দুর রহমান আমার সাথে করেনি। মানুষের কথায় প্রভাবিত হয়ে আমি বিয়ের দাবিতে এসেছিলাম। তবে এখন আমি ফিরে যেতে চাই, আব্দুর রহমানের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই।
এই বিষয়ে কিশোর আব্দুর রহমানের পিতা বলেন, আমার ছেলের সাথে এই মেয়ের কোন প্রেমের সম্পর্ক নেই। মেয়েটি তার ভুল বুঝতে পেরে বাড়ি ফিরে যেতে চাইছে। তবে ওই নারীর অভিভাবকরা এলে তাদের হাতে তাকে হস্তান্তর করা হবে।
প্রতিবেশীরা জানান, আব্দুর রহমান ও তার পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করার উদ্দেশ্যেই মেয়েটি এই বাড়িতে এসেছেন। এর পেছনে সংঘবদ্ধ চক্র থাকতে পারে বলে তারা ধারণা করছেন।

Author

আরও খবর

Sponsered content