সারাদেশ

রেলস্টেশনের ছিন্নমূল মানুষের মাঝে সেহেরি’র খাবার নিয়ে ছুটে গেলেন গাইবান্ধা জেলা পুলিশ’র মানবিক ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীর আলম-

  প্রতিনিধি ১৯ মার্চ ২০২৫ , ৩:৩২:২৪ প্রিন্ট সংস্করণ

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- থাকার জন্য রেলস্টেশন প্লাটফর্ম বেছে নিলেও খাবারের ব্যবস্থা হয়না তাদের, ইফতার পেলেও, সেহেরি’র খাবার জোটেনা তাদের ভাগ্যে শিরোনামে গাইবান্ধার স্থানীয় গণমাধ্যমকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাস দেখে জেলা পুলিশের ট্রাফিক সার্জেন্ট একজন মাণবিক কর্মকর্তা বাসা থেকে ছিন্নমূল মানুষের জন্য সেহেরি’র খাবার রান্না করে ছুটে যান সহযোগিতার হাত বাড়াতে।

১৮ মার্চ মঙ্গলবার দিবাগত রাতে গাইবান্ধা রেলস্টেশনে থাকা ছিন্নমূল মানুষ ৫০ জনের মাঝে এসব খাবার তুলে দেন ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীর আলম। এ সময় গণমাধ্যমর্মীরা উপস্থিত ছিলেন।

ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান,ফেসবুকে স্ট্যাটাস দেখার পর সিদ্ধান্ত নেই তাদের পাশে থাকার।মানুষের জন্য মানুষ তাই চেষ্টা করি নিজের সাধ্যমতো।
আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

Author

আরও খবর

Sponsered content