মানববন্ধন / সম্মেলন

জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের জন্য ৩০% সংরক্ষণ বাতিলের দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ২০ মার্চ ২০২৫ , ১:২৫:২২ প্রিন্ট সংস্করণ

মোঃ হাবিব ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ে জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবৈধ ক্রাফট ইন্সট্রাক্টরদের জন্য ৩০% সংরক্ষণ বাতিল ও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন ঠাকুরগাঁও জেলার বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্রছাত্রীরা ।

বৃহস্পতিবার (২০ মার্চ) ঠাকুরগাঁও পলিটেকনিক এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনের শিক্ষার্থীরা বলেন, আমরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বর্তমান নিয়োগ নীতিমালার বিরুদ্ধে আমাদের তীব্র আপত্তি জানাচ্ছি। সরকার নতুন নীতিমালার মাধ্যমে জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের জন্য ৩০% সংরক্ষণ চালু করেছে, যা শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ণ করছে এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সংকুচিত করছে।

এই সিদ্ধান্ত শিক্ষাগত যোগ্যতা ও মেধার অবমূল্যায়ন করবে এবং টেকনিক্যাল শিক্ষার মান নষ্ট করবে। তাই, আমরা আমাদের ন্যায্য অধিকার রক্ষার জন্য আজ রাজপথে নেমেছি।
মানববন্ধনে তাদের মোট দাবি ছিল ৭ টি।
১। অবিলম্বে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের জন্য ৩০% সংরক্ষণ বাতিল করতে হবে। ২ ক্রাফট ইন্সট্রাক্টর পদের নাম পরিবর্তন করে ল্যাব অ্যাসিস্ট্যান্ট/কারখানা সহকারী/ওয়ার্কশপ খালাসি বা অন্য কোনো উপযুক্ত নামে নামকরণ করতে হবে। ৩ ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ বিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা পূর্বের ন্যায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (এইচএসসি ভোকেশনাল) করতে হবে।৪ ২০২১ সালের নিয়োগপ্রাপ্ত সকল নন-টেকনিক্যাল ক্রাফট ইন্সট্রাক্টরগণকে পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রত্যাহার করতে হবে। ৫। টেকনিক্যাল পদে শুধুমাত্র টেকনিক্যাল শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে হবে। ৬প্রতিটি পলিটেকনিক ও টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ এবং ডিএসসির সভাপতির মাধ্যমে সার্বিক প্রশাসনিক কাউন্সিলের সমন্বয়ে এই অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে রেজুলেশন দিতে হবে।৭যতদিন পর্যন্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ নিয়োগ ও সংরক্ষণ বাতিল না হবে, ততদিন শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সকল ক্লাস-পরীক্ষা বর্জন করবে।

মানববন্ধনে অংশগ্রহণ করেন, ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট, লাইফ লাইন পলিটেকনিক ইনস্টিটিউট,সোশ্যাল পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রছাত্রীবৃন্দ ।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content