মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানা এলাকার বাসিন্দা ভিকটিমের পিতা জানান যে, ১নং আসামী মোঃ লাল মিয়া (২৭), পিতা-মোঃ রফিকুল ইসলাম, সাং-হাজিটারী, থানা-ফুলবাড়ি, জেলা-কুড়িগ্রাম, এ/পি- রোয়ার ফ্যাশন রোড, জনৈক আমিন সাহেবের বাড়ির ভাড়াটিয়া (২য় তলা) কাঠালী, ৯নং ভালুকা পৌরসভা, থানা-ভালুকা, জেলা ময়মনসিংহসহ অন্যান্য আসামীগণ বাদীর নিকট আত্মীয় হওয়ায় তারা একই ফ্ল্যাটে পাশাপাশি রুমে বসবাস করত। সেই সুবাদে ১নং আসামী মোঃ লাল মিয়া (২৭) বাদীর বাকপ্রতিবন্ধী মেয়েকে ফুসলিয়ে প্রায়শ ধর্ষণ করার কারণে অসুস্থ হয়ে পড়লে পরিক্ষা করে জানতে পারে যে, ভিকটিম ০৩ (তিন) মাসের অন্তঃসত্তা। এ ঘটনায় ভিকটিমের পিতা ময়মনসিংহ জেলার ভালুকা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-২৮, তারিখঃ ১৪/০৩/২০২৫ খ্রি. ধারা- ৯(১)/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, (সংশোধনী/২০২০)।
এরই প্রেক্ষিতে ,অধিনায়ক, র্যাব-১৪, ময়মনসিংহ এর নির্দেশনায় সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান এর নেতৃত্বে একটি আভিযানিক দল ২৩ মার্চ ২০২৫ খ্রি. রাত অনুমান ০৩:০০ ঘটিকায় টাঙ্গাইল জেলার কালিহাতী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার আসামী মোঃ লাল মিয়া (২৭), পিতা- মোঃ রফিকুল ইসলাম, সাং-হাজিটারী, থানা-ফুলবাড়ি, জেলা-কুড়িগ্রাম‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামীকে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।