ইমদাদুল ইসলাম রনি, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লা ইউনিট এর উদ্যোগে আজ ২৩ শে মার্চ ২০২৫ ইং রোজ রবিবার বিকাল ৪.৩০ মিনিটে আইনজীবী সমিতির মিলনায়তনে ইফতার,আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক- জাকারিয়া তাহের সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব -আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর সহ.সাংগঠনিক সম্পাদক -এডভোকেট মোর্শেদ আল মামুন লিটন , কুমিল্লা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক-এডভোকেট মোঃ তারেক আব্দুল্লাহ (জিপি)
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লা ইউনিটের সভাপতি এবং কুমিল্লা জেলা ও দায়রা জজ এর পাবলিক প্রসিকিউটর (পিপি)-
এডভোকেট মোঃ কাইমুল হক রিঙ্কু এর সভাপতিত্বে এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লা ইউনিটের সাধারণ সম্পাদক ও জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট মোঃ মাহাবুবুল হক খন্দকার এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এছাড়া উক্ত ইফতার আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীগণ এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কুমিল্লা জেলা ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি প্রথমে কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু করা হয় এবং মোনাজাতের পর সকল বিজ্ঞ আইনজীবীদের মধ্যে ইফতার বিতরণের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।