উৎসব অনুৃষ্ঠান

বান্দরবানের আজিজনগরে বিএনপি’র পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল এবং ঈদ উপহার বিতরণ করা সম্পন্ন হয়েছে

  প্রতিনিধি ২৬ মার্চ ২০২৫ , ৬:০৫:৪০ প্রিন্ট সংস্করণ

মোঃ জোবাইর,বান্দরবান :  পবিত্র মাহে রমজান উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও বান্দরবান জেলা বিএনপির তত্ত্বাবধানে আজিজনগর সাংগঠনিক উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল এবং ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

 

গত সোমবার আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিজনগর সাংগঠনিক উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আবুল কালাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদলসহ বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

 

অনুষ্ঠানের সঞ্চালনা করেন আজিজনগর সাংগঠনিক উপজেলা যুবদলের আহ্বায়ক বশির উল আলম রবিন। তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর পর প্রথমবারের মতো উন্মুক্তভাবে বিএনপির পক্ষ থেকে ইফতার ও ঈদ উপহার বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। ফ্যাসিস্ট সরকারের আমলে বহু বিএনপি নেতা-কর্মী নির্যাতনের শিকার হয়েছেন, তাদের এবার মূল্যায়ন করতে হবে।” তিনি আরও বলেন, “বান্দরবান জেলা বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করে যাবেন।”

 

অনুষ্ঠান শেষে বিএনপির নেতা-কর্মীদের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মোখলেছুর রহমান বিপ্লব, আবুল কালাম সওদাগর, হোসেন মোহাম্মদ ফরহাদ, জসীমউদ্দীন, আব্দুল শুক্কুর, রিয়াদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

আয়োজনে অক্লান্ত পরিশ্রম করেন মোখলেছুর রহমান বিপ্লব, আবুল কালাম সওদাগর, হোসেন মোহাম্মদ ফরহাদ, জসীমউদ্দীন, আব্দুল শুক্কুর, রিয়াদসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।

Author

আরও খবর

Sponsered content

আরও খবর: উৎসব অনুৃষ্ঠান

বিসিআরএ’র ৩০ বর্ষপূর্তি উদযাপন : “সুস্থ সংস্কৃতি বিকাশে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা , গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৮ নং ফতেপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‌্যালি

যশোর অভয়নগরে ৪ দলিয় হাডুডু প্রতিযোগিতা আয়োজনে শুকপাড়া যুব সংঘ 

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪-২৫ সালের এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জেলার বিধানসভাগুলির নবনিযুক্ত পর্যবেক্ষক জাহাঙ্গির খান, উপস্থিতে সোশ্যাল মিডিয়া একটি আলোচনা সভা অনুষ্ঠিত