সারাদেশ

মধুপুরে জুলাই আগষ্টে নিহত দুই শহীদ পরিবারকে ঈদ উপহার প্রদান

  প্রতিনিধি ৩১ মার্চ ২০২৫ , ১২:৪৭:১৩ প্রিন্ট সংস্করণ

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল, টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ি উপজেলার জুলাই-আগষ্টের ছাত্র আন্দোলনে নিহত দুই শহীদ পরিবারকে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

গত শনিবার (২৯শে মার্চ) বিকেলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক এবং মধুপুর ও ধনবাড়ি আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড. মোহাম্মদ আলী শহীদ পরিবারের কাছে গিয়ে এ ঈদ উপহার সামগ্রী তুলে দেন
উল্লেখ্য, গত ২৪ এর জুলাই-আগষ্টের আন্দোলনে টাংগাইল জেলার ধনবাড়ী উপজেলার বীরতারা এলাকার বিপ্লব এবং মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের মাঝিরা গ্রামের লাল মিয়া শহীদ হন। এছাড়াও এ আন্দোলনে মধুপুর উপজেলার বিভিন্ন এলাকার ১৫জন বীর সৈনিক মারাত্মক ভাবে আহত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

এরই ধারাবাহিকতায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে জুলাই আগষ্টের ছাত্র আন্দোলনে শহীদ দুই পরিবারের মাঝে বি,এন,পি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও বি,এন,পি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী।

এসময় ফাউন্ডেশনের আজীবন সদস্য এডভোকেট রুহুল আমীন সিকদার ও এডভোকেট মেসকাত হোসেন এ ঈদ উপহার সামগ্রী প্রদানের সময় উপস্থিত ছিলেন।
আরও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর তালুকদার, ডুয়াইল হাইস্কুলের প্রধান শিক্ষক আশরাফ হোসেন, ইন্জিনিয়ার জাকির হোসেন, কৃষিবিশ্ববিদ‍্যালয় ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রোজ প্রমুখ।

Author

আরও খবর

Sponsered content