সারাদেশ

ঈদ আনন্দ উপভোগ করতে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসুদের ভীড়

  প্রতিনিধি ১ এপ্রিল ২০২৫ , ৪:৪৬:৫৫ প্রিন্ট সংস্করণ

আহমেদ রেজা, চট্টগ্রাম বিশেষ প্রতিনিধিঃ  কর্ণফুলী টানেল কে ঘিরে,বিনোদন স্থান পতেঙ্গা সমুদ্র সৈকতে পর্যটন কেন্দ্র। শিশু বিনোদন ও পরিবার নিয়ে ঘুরতে আসার হাজার হাজার ভ্রমণ পিপাসুদের ভীড়ে সৌন্দর্যে মেতেছে সমুদ্রের ধার। যদিও ঈদের প্রথম দিকে ডিলা ঢালা থাকলেও। আজ ঈদের ২য় দিনে দুপুরে পর ওরিবার পরিজন নিয়ে বর্তমান কর্ণফুলী টানেল ও সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসুদের আনাগোনা বাড়ছে এবং কিছু ক্ষেত্রে দীর্ঘ যানযট থাকলে ট্রাফিক বিভাগের নজরদারি ছিলো বালো দূর্ঘটনা এড়াতে ও জনমাল নিরাপত্তার জন্য রয়েছে ট্যুরিস্ট পুলিশ সদস্যরা।কিছু কিছু সময়ে দেখা যায়। ভ্রমণকারী কেউ ব্যস্ত সেলফিতে আবার কেউ ব্যস্ত সমুদ্রের উত্তাল ঢেউ খেলানো পানি গোসল করতে।

 

সেখানে ভ্রমণ পিপাসুদের জন্য রয়েছে নাগরিক সেবা বক্স।কিনা কেটা করার জন্য রয়েছে দোকানিদের আকর্ষণীয় করার মত বিভিন্ন আচার দোকান,খেলনা,তৈজস্যপত্র,শিশু বিনোদনের নাগর দোলা,ড্রাগন রেল,নৌকা দোলনা,ঘড়ার গাড়ি,সার্কেস,সামুদ্রিক গতি বোট সহ কেউ কেউ ব্যস্ত পরিবারের সাথে চায়ের কাপে মেতে উঠা সময়,যাতায়াতের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে পর্যটক বাস। এবার ঈদের খুশিতে পরিবারের সাথে ঈদ করতে পেরে সকলে আনন্দ প্রকাশ করছে। ভ্রমণের ঘুরতে আসা পর্যটকরা জানান আমরা আমার বাবুূদের নিয়ে ঘুরতে আসা মানে বিনোদনে মেধা বিকাশ ঘটায়।তাই বাচ্চাদের সাথে সমুদ্র সৈকতে পাড়ে ঘুরতে আসা।

Author

আরও খবর

Sponsered content

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন ৫৯বিজিবির টহল দলের বিরুদ্ধে মোবাইল চোরাকারবারীর মিথ্যা অপপ্রচারের অভিযোগ

ঢাকার ১০টি রাস্তা হর্নমুক্ত ঘোষণা হবে জানুয়ারিতে: সৈয়দা রিজওয়ানা হাসান

রামগঞ্জে এস এইচ টি সি ফাউন্ডেশনের সহযোগিতায় সেলাই মেশিন বিতরন

চীনের অর্থায়নে নির্মিত হতে যাওয়া বাংলাদেশে ১০০০ শয্যা বিশিষ্ট তিনটি হাসপাতালের একটি বৃহত্তর কুমিল্লা বা নোয়াখালীতে তৈরি করার দাবি জানিয়েছেন বির্তাকিক, তরুণ সাংবাদিক ও উপস্থাপক কামরুল হাসান

বিএনপি নেতা তৈরি করে আর আওয়ামী লীগ তৈরি করে গড ফাদার এমনটি মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য গাজী কামরুল ইসলাম সজল

বগুড়ার কৃতি সন্তান মুক্তার শ্রমিক অধিকার পরিষদের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন