খেলা

বাখড়া ক্রিকেট টুর্নামেন্ট-২৫,সিজন-৪ ঈদ স্পেশাল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৫ , ৪:৪৮:১৪ প্রিন্ট সংস্করণ

ওমর ফারুক আহম্মদ, বারহাট্টা উপজেলা প্রতিনিধ: নেত্রকোণা বারহাট্টা উপজেলা চিরাম ইউনিয়নের বাখড়া মিনি ক্রিকেট প্লে-গ্রাউন্ড সংলগ্ন ০৬ দলীয় ঈদ স্পেশাল ক্রিকেট সিজন-৪ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার জনাব খবিরুল আহসান।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: এম. এ. হালিম খান,সোলেমান হাসান রুবেল, অনিক মাহবুব চৌধুরী, সাদমান পাপ্পু,আরিফ মিয়া।ঈদ স্পেশাল ক্রিকেট টুর্নামেন্টের সাদমান টিপু সার্বিক পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাশিদ তালুকদার,আকবর আলী, সাত্তার মাস্টার,মোনায়েম মাস্টার,শামীম তালুকদার, সেলিম তালুকদার,জসিম হুজুর, মেহেদী হাসান নিপু,সোহেল, তোফাজ্জল,কাসেম,শাহীন,হালিম মাহমুদ পরশ,মোফাজ্জল,এলাকার ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ, রাজনৈতিক সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে ব্ল্যাক ড্রাগন, রানওয়ে রানার, ফাইটারস কিংস, কিংস এইট, জেন-জেড এবং রাইডার্স এইট।

Author

আরও খবর

Sponsered content