শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
English
ব্রেকিং নিউজ
ঘোড়ার গাড়িতে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় নেতার নেতৃত্বে পরিপক্বতা সততা মেধা ও যোগ্যতার সমন্বয় থাকা জরুরী আরব লীগ: ইসরায়েলি দখলদারিত্ব এক নতুন বর্বরতার স্তরে পৌঁছেছে মধুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন একমুঠো_প্রেম – মান্নান ফরিদীর কবিতা ঈদের দীর্ঘ ছুটিতেও পাইকগাছায় মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদান চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত গতিতে মোটরযান চালানোর বিরুদ্ধে বিআরটিএ’র বিশেষ অভিযান তানোরে সন্ত্রাসীদের হামলার শিকার হলেন সাংবাদিক ব্রহ্মপুত্র নদে মহা অষ্টমী স্নান উপলক্ষে ব্রিফিং ও প্যারেড অনুষ্ঠিত কুড়িগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক

সরাইলে সমাজ কর্মিরা হাসি ফোটালো আতিকের মুখে

Muktakathan News
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২৩ Time View

আব্বাস উদ্দিন,জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ  ব্রাহ্মণবাড়িয়া সরাইলে, ফেসবুক পোষ্টে মানবিক আবেদন। সাড়া দিয়ে সহায়তায় এগিয়ে আসলেন অনেকেই। পাশে দাঁড়ালেন ইউএনও মো. মোশারফ হোসাইনও। খেয়ে বাঁচার স্বপ্ন পূরণ হলো একটি পরিবারের। শেষ সম্বল হারা আতিক পেলো একটি নতুন অটোরিকশা। মুখে কোটি টাকার মূল্যের হাঁসি। চেহারায় উজ্জ্বলতা। আতিক দোয়া করলেন সকল দাতাদের জন্য। এইটুকু প্রাপ্তিতেই খুশি আত্মতৃপ্ত পোষ্ট দাতা রওশন আলী ও সহায়তাকারীরা। ঘটনাটি সরাইল সদর ইউনিয়নের। মঙ্গলবার বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে আতিকের হাতে রিকশাটি তুলে দিয়েছে ইউএনও।

আতিকের পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, সরাইল সদরের আলীনগর গ্রামের প্রয়াত আলী হোসেনের ছেলে আতিক। বৃদ্ধ মা, স্ত্রী ও তিন ছেলে মেয়ে নিয়ে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছে দরিদ্র অসহায় আতিক। তার আয় রোজগারের একমাত্র মাধ্যম ছিল অটোরিকশা। গত ১০ মার্চ রাতে সদরের উচালিয়াপাড়া এলাকা থেকে আতিকের রিকশাটি চুরি হয়ে যায়। আয়ের শেষ সম্বলটি হারিয়ে দিশেহারা আতিক। অনেক খুঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে আতিক হাতাশ হয়ে পড়েন। মনের দু:খে চিৎকার করে কাঁদতে থাকেন। ওদিকে রোজগার বন্ধ হয়ে যাওয়ায় স্ত্রী সন্তান ও বৃদ্ধ মায়ের আহার যোগাড় করতে হিমশিম খেতে থাকেন। সমাজ কর্মী রওশান আলীর সাথে সাক্ষাত হয় আতিকের। আতিক রওশন আলীকে বলেন, ভাই আপনি যদি আমাকে একটি রিকশার ব্যবস্থা করে দেন তবে পরিবারটা নিয়ে বেঁচে থাকতে পারব। নতুবা না খেয়ে মরতে হবে। আতিকের আবেদনে মন গলে যায় রওশন আলীর। তিনি আতিকের ছবিসহ পুরো ঘটনার বিবৃতি দিয়ে সমাজের বিত্তবানদের কাছে মানবিক আবেদন তুলে ধরে ফেসবুকে পোষ্ট দেন। মূহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় পোষ্টটি। আতিককে সহায়তা দেশ বিদেশের অনেক লোক এগিয়ে আসেন। অর্থ সংগ্রহে কাজ করে সমাজকর্মী কে.এম সজল ও আশরাফ উদ্দিন অপুসহ অনেকেই।

 

স্বল্প সময়ের মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকার ব্যবস্থা হয়। নতুন অটোরিকশা ক্রয় করে গত ১ এপ্রিল বিকেলে আনুষ্ঠানিক ভাবে আতিকের হাতে তুলে দেন ইউএনও মো. মোশারফ হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি’র কেন্দ্রীয় নেতা শেখ মোহাম্মদ শামীম, সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য ও উপজেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেলু, সমাজকর্মী রওশন আলী, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা কৃষকদলের আহবায়ক মশিউর রহমান ইউপি সদস্য মোশাহেদ উল্লাহ, সালাহ উদ্দিন সুরূজ, মুফতি মুর্শেদ চৌধুরী। ইউএনও বলেন, সরাইলের মানুষের বড়গুণ দিনশেষে তারা কথা রাখেন। এই কাজটি প্রমাণ করেছে সরাইলে অনেক মানবিক মানুষ আছে। তিনি এই মহৎ কাজে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।

Author

Please Share This News in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Muktakathan Kalyan Foundation ©
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102