আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর সংরক্ষিত বনাঞ্চলের শাল গজারি বনে আগুনে পুড়ে গেছে বিলুপ্ত জাতের গল্লা বেতসহ আরও অনেক বনজ গাছ। ভরদুপুরে বনে এমন অগ্নিকাণ্ডে হতবাক স্থানীয়রা। গত সোমবার ৩১ মার্চ ২৫ বিকালে বনবিট অফিসের কাছেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর বন বিভাগের ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়নি বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট বিট কর্মকর্তা। শালবনের ভেতর প্রায় এক একর জায়গা জুড়ে লাগানো বেত বাগান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ বন বিভাগের গুরুত্বহীনতায় এ ঘটনা ঘটেছে। এর আগে ঈদের কয়েকদিন আগে ময়মনসিংহের ভালুকার সংরক্ষিত বনাঞ্চলের প্রায় তিন একর বনভূমির গাছপালা ও বেত বাগান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
সন্তোষপুর বনবিট অফিসার মোঃ এমদাদুল হক বলেন, সুফল প্রকল্পের অর্থায়নে রোপিত এ এন আর প্রকল্পে টহলকালীন আগুন লাগার সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমি ও আমার স্টাফরা মিলে উপস্থিত লোকজনের সহায়তায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সন্তোষপুর গ্রামের হাসিবুল হাসান বলেন, ‘বনবিটের সামনে শালবনে এমন আগুন লাগার বিষয়টি দুঃখজনক, এমন ঘটনার পর খবর পেয়ে আমরা সবাই মিলে এই আগুন নিয়ন্ত্রণে আনি।’ কেউ হয়তোবা গজারি গাছের শুকনো পাতায় আগুন ধরিয়েছে নতুবা সিগারেটের আগুন থেকে আগুন লেগে গাছগুলো পুড়েছে। সংরক্ষিত বনে শর্ত সাপেক্ষে জনসাধারণের প্রবেশাধিকারের নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে বনজ সম্পদ বিনষ্টসহ বন্যপ্রাণী হুমকিতে পড়তে পারে বলেও তিনি জানান। ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রোকনুজ্জামান জানান, বন বিভাগ ঘটনার বিষয়টি আমাকে জানিয়েছে, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে বিষয়টি দেখবো।