অভিযান

অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই চালককে অর্থদণ্ড

  প্রতিনিধি ৫ এপ্রিল ২০২৫ , ২:৪৯:২৪ প্রিন্ট সংস্করণ

জহিরুল ইসলাম, মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও নির্ধারিত ভাড়ার তালিকা না রাখার দায়ে মধ্যনগরে শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়া যায়। এছাড়া স্ট্যান্ডে নির্ধারিত ভাড়ার তালিকা না থাকায় ও অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য দুইজন চালককে মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয় ।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহির সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, “যাত্রীর চাপ বাড়লে ভাড়া নিয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না। আজকের জরিমানা তাদের জন্য সতর্কবার্তা। ভবিষ্যতে আবারও এ ধরনের অনিয়ম ধরা পড়লে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের অভিযান নিয়মিত চলবে।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content