সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
English
ব্রেকিং নিউজ
মধুপুরে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দেবহাটায় জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন সরাইল উপজেলা প্রশাসনের প্রশংসনীয় মাদক বিরোধী অভিযান চলমান বাগেরহাটে নামযজ্ঞ অনুষ্ঠানে বিএনপি নেতা শামীমুর রহমান শামীম ও ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন পঞ্চগড়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি(জাগপা’র)৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুড়িগ্রাম হাসপাতালে দুর্নীতিও অনিয়ম বন্ধ নাহলে, আন্দোলনর হুঁশিয়ারি- এনসিপি ঠাকুরগাঁওয়ে বোরো জমিতে গায়েবি মাদ্রাসা, নেই ছাত্র, নেই শিক্ষক ! গাজায় গণহত্যার প্রতিবাদে ৭ এপ্রিল বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক গাঁজা ও একটি প্রাইভেটকারসহ মাদক কারবারি গ্রেফতার৩ ময়মনসিংহে আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চলছে তিনজন ডাক্তার দিয়ে ।

Muktokathan news
  • Update Time : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১২ Time View

মোঃ আরিফ হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর):   চিকিৎসক সংকটে জর্জরিত দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি। ২১ জন চিকিৎসক পরিবর্তে আবাসিক মেডিকেল অফিসার সহ ৩ জন চিকিৎসক দিয়ে চলছে চার লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবা। এতে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হতে ২০১৮-১৯ সালে বিশেষ পুরস্কারপ্রাপ্ত এই স্বাস্থ্য কমপ্লেক্সটির।

এছাড়াও প্রসূতি নারীদের স্বাভাবিক প্রসবে দৃষ্টান্ত রাখলেও জনবল সংকট সহ বিভিন্ন রোগের ঔষধে রয়েছে ঘাটতি। আধুনিক যন্ত্রপাতির অভাব সহ দেড় বছর ধরে নষ্ট রয়েছে আলট্রাসনোগ্রাম মেশিন। ফলে উপজেলাবাসী কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

জানা যায়, উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে নানা রোগে আক্রান্ত রোগীরা সেবা নিতে আসেন এ হাসপাতালে। গড়ে প্রতিদিন বহির্বিভাগে ৩৫০ থেকে ৪০০ জন রোগী সেবা নেওয়া সহ জরুরি বিভাগে ৪০ থেকে ৫০ জন রোগী আসেন, ভর্তি থাকেন ৮০ থেকে ১০০ জন রোগী।

উপজেলার সচেতনমহল বলেন, চিকিৎসক সংকটে রোগীদের ভোগান্তি সহ চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। এভাবে একটি হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম চলতে পারে না। তাই অতি শীঘ্রই চিকিৎসক পদায়ন সহ স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ১০০ শয্যায় উন্নীত করা খুবই জরুরি হয়ে পড়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা লুনা বলেন, হাসপাতালে মোট ৪জন স্থায়ী চিকিৎসকের মধ্যে একজন ২মাসের প্রশিক্ষণে রয়েছে। প্রেষণে সপ্তাহে ২দিন ২জন চিকিৎসক বহির্বিভাগে রোগিদের সেবা দিচ্ছেন। চিকিৎসক সংকটের কারণে রোগীদের সামলাতে খুবই সমস্যা সহ হিমশিম খেতে হচ্ছে। তার পরেও রোগিদের ভোগান্তি লাঘবে আমি সহ চিকিৎসকরা সেবা চালিয়ে যাচ্ছি। ওষুধের বিষয়ে জটিলতা রয়েছে, এ জনবহুল অঞ্চলে যে পরিমাণ ওষুধ প্রয়োজন সে অনুযায়ী সরবরাহ না থাকায় মানুষের চাহিদা মেটানো দুষ্কর হয়ে পড়ছে।

Author

Please Share This News in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Muktakathan Kalyan Foundation ©
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102