প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৫ , ৪:২৬:৫১ প্রিন্ট সংস্করণ
এইচ এম এরশাদ,কুয়েত প্রতিনিধিঃ বার্মায় গত ২৮ মার্চ সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩,৩০০ ছাড়িয়ে গেছে। শনিবার (৫ এপ্রিল) দেশটির সরকারি গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ তথ্যে জানানো হয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ৩,৩৫৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ৪,৫০৮ জন। নিখোঁজ রয়েছেন আরও ২২০ জন।
ভূমিকম্পটি দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বহু ভবন মাটিতে ধসে পড়েছে, বিধ্বস্ত হয়েছে অবকাঠামো। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিপুল সংখ্যক মানুষ এখনও গৃহহীন অবস্থায় খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। কেউ কেউ ঘর হারিয়েছেন, আবার কেউ আতঙ্কে ঘরে ফিরতে সাহস পাচ্ছেন না।
জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান বিশ্বের প্রতি বার্মার এই দুর্দশাগ্রস্ত মানুষদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।