সারাদেশ

কৈয়া মঠ ও শশ্মান কমিটির জরুরী সভায় নিন্দা প্রকাশ

  প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৪ , ২:৫৩:১৭ প্রিন্ট সংস্করণ

মোঃ ইমরান হোসেন বটিয়াঘাটা প্রতিনিধি : কৈয়া সার্ব্বজনীন মঠ ও শশ্মান কমিটি একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে গত ২০ ফেব্রুয়ারি বিকালে মঠে এক জরুরী আলোচনা সভার আয়োজন করেন।আলোচনা সভায় বক্তরা বলেন,গত ১৮ ফেব্রুয়ারি মট ও শশ্মানের উয়ন্নের জন্য দিলীপ রায়ের নেতৃত্বে রাজবাধ এলাকায় অর্থ সংগ্রহের কাজ চলছিলো।তখন অর্থ সংগ্রহের কাজে থাকা দিলীপ রায়ের সাথে স্হানীয় প্রনব অনাঙ্খাকিতভাবে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।অতঃপর মেম্বর দেবব্রত মল্লিকের নেতৃত্বে দিলীপ রায়কে মারপিট করা হয়।

আহত ভুক্তভোগী খুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।আহতের অবস্থা খুবই গুরুতর।সভায় সতেন্দ্র নাথ বিশ্বাস উক্ত মারামারির ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ প্রস্তাব উপস্থাপন করলে উপস্হিত সকলের সম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয় এবং সকলে নিন্দা প্রকাশ করেন।এ উপস্হিত ছিলেন মঠ ও শশ্মান কিমিটির সভাপতি নিহার রঞ্জন ফৌজদার,সাধারন সম্পাদক অনুপ গোলদার,কোষাধ্যক্ষ সমরেশ মল্লিক সহ কমিটির শিশির ফৌজদার,গোলক গোলদার,পংকজ,নিত্য ও আরো অনেকে।

Author

আরও খবর

Sponsered content