জনপ্রিয় - নিউজ

উলিপুরে আগুনে পুড়লো শিক্ষকের ঘরবাড়ি

  প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৪ , ৩:০৫:১২ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামে উলিপুরে আগুনে পুড়ে আব্দুল হাই (৭০) নামের এক শিক্ষকের ঘরবাড়ি পুড়ে ছাই ।এসময় তার ৫ টি ঘর আগুনে পুড়ে যায়। আব্দুল উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি দলদলিয়া ইউনিয়ন কপূর্রা বালিকা দাখিল মাদ্রাসার অবসর প্রাপ্ত শিক্ষক।এ ঘটনায় ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

রবিবার ১৮ ফেব্রুয়ারী রাতে হঠাৎ আগুনে ওই শিক্ষকের বসতবাড়ি পুড়ে যায়।তবে আগুন লাগার কারন জানা যায় নাই।
জানা গেছে,আব্দুল হাই মাস্টারের জমি জমা তিস্তা নদীর গর্ভে বিলীন হয়ে যায়। একমাত্র বসতিভিটা ছিল তার সম্বল।সেই বসতবাড়ি আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যান তিনি। বর্তমানে তিনি অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।সরকারি সহযোগিতা পেলে হয়তো ওই শিক্ষকের মাথা গোজার ঠাই হতো বলে জানান স্থানীয়রা।

আব্দুল হাই বলেন, ঘরে কেবা কারা আগুন লাগিয়েছে জানি না।জীবনে বাঁচার তাগিদে ঘর থেকে এক কাপড়ে দৌড়ে বের হয়ে এসেছি।এখন আমার কি হবে জানি না।আমার একটা ঘর হলে রাতে অন্তত ঘুমাতে পারতাম।

প্রতিবেশী বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী জানান অগ্নিকান্ডে ধূলিৎসাত হওয়ার পরে শিক্ষকের পরনে পরিধান করার মত কোন কাপড় ছিল না।আমি নিজে একটা লুঙ্গি দিয়েছি।বর্তমানে তিনি খুবই অসহায়।

দলদলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী জানান, আমার পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করার চেষ্টা চালাচ্ছি।

উলিপুর উপজেলা নির্বাহী অফিসার বলেন আমি বিষয় টি মৌখিক ভাবে অবগত হয়েছি এব্যাপারে লিখিত আবেদন করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Author

আরও খবর

Sponsered content

আরও খবর: জনপ্রিয় - নিউজ

দক্ষিণ সুরমায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মো. নুর মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার অছি ক্লোজড!

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন সাবেক ভিপি নুর, চান নিয়মিত নির্বাচন

বাংলাদেশের নির্যাতিত সাংবাদিকদের পাশে দাড়াঁতে আর্বিভাব হলো সাংবাদিক সংগঠন “সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)”

চীনের অর্থায়নে নির্মিত হতে যাওয়া বাংলাদেশে ১০০০ শয্যা বিশিষ্ট তিনটি হাসপাতালের একটি বৃহত্তর কুমিল্লা বা নোয়াখালীতে তৈরি করার দাবি জানিয়েছেন বির্তাকিক, তরুণ সাংবাদিক ও উপস্থাপক কামরুল হাসান

আশুলিয়ায় আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ৮