শিক্ষা ও ক্যাম্পাস

শাহীন স্কুল জামালপুর শাখার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

  প্রতিনিধি ৭ এপ্রিল ২০২৫ , ১:৪৪:১৫ প্রিন্ট সংস্করণ

জামালপুর প্রতিনিধি: শাহীন স্কুল এন্ড কলেজ জামালপুর শাখার ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুর ২:৩০ মিনিটে শাহীন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহীন স্কুল এন্ড কলেজ জামালপুর অঞ্চলের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ আব্দুল গফুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহজামাল (র:) স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শাহীন স্কুল এন্ড কলেজ জামালপুর শাখার শাখা পরিচালক আবুল কালাম ভুইঁয়া। পরে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে শুনানো হয়। এসময় পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অত্র স্কুলের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, মুখলেছুর রহমান, আহসানুল্লাহ রিপন, সুবাইদুল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহীন স্কুল এন্ড কলেজ গেইটপাড় শাখার শাখা পরিচালক কবির হোসেন, শাহীন ইসলামিক স্কুল জামালপুর শাখার পরিচালক মাহমুদুল হাসান ইলিয়াস।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের শাখা পরিচালক মাহমুদুল হাসান বিলাস। পরিশেষে বিদায়ী শিক্ষার্থীদের মঙ্গল ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আলোচনা শেষে অতিথিবৃন্দ বিদায়ী পরীক্ষার্থীদের মডেল টেস্টের পুরস্কার ও কলম, পেন্সিল, স্কেল সহ কোর্টফাইল তুলে দেন। এসময় সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এসএসসি-২০২৫ সালের বিদায়ী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এ বছর শাহীন স্কুল এন্ড কলেজ জামালপুর শাখা হতে মোট ৩৯ জন পরীক্ষার্থী ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

Author

আরও খবর

Sponsered content