অর্থনীতি

পেঁয়াজের রাজধানী হিসেবে ধরা হয় ফরিদপুরের সালনা কে

  প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৪ , ৩:১৯:১৫ প্রিন্ট সংস্করণ

নিজেস্ব প্রতিনিধিঃ ফরিদপুর জেলার এমন একটা জেলা যেটা হল গোটা বাংলাদেশের মধ্যে পিয়াজ পাঠ ধানে রাজধানী বলা হয়। বিশেষ করে পেঁয়াজের দিক দিয়ে ফরিদপুর জেলা তথা সালথা থানা বাংলাদেশের মধ্যে এক নম্বর অবস্থান করতেছি পেঁয়াজ চাষিরা বলেন এ বছর আবহাওয়া অনুকূলে থাকলে বিপুল পরিমাণ পেঁয়াজ উৎপাদন হবে এখন যদি পিঁয়াজের দামটা সব সময় 3 হাজার তাহলে মানুষের যেই পরিমাণ খরচ হয় কাঠা প্রতি তাহা মনে হয় উঠে আসবে আর যদি এর থেকে কমে আসে দাম তাহলে মানুষের অনেকটাই ক্ষতির মুখে পড়বে তাই কৃষকদের একটাই দাবি পেঁয়াজটা যেন ৩ হাজার টাকার কমে না আসে এক কৃষক বলেন পিঁয়াজ লাগানোর সময় জন প্রতি ৮০০ টাকা দেওয়া লাগে আবার পিঁয়াজের খেতে আমাদের সময় ৫০০ থেকে ৮০০ টাকা দেওয়ার আগে আবার উঠানোর সময় একই পরিমাণ টাকা দেওয়ার আগে আর প্রতি বিজ্ঞাপনী প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকার সার কীটনাশক প্রয়োগ করা হয় কিছু কিছু ঔষধ আছে যেটা সাধারণ মানুষের নাগালের বাহিরে যেমন লুনা এন্টাপোল অন্যান্য ভিটামিন জাতীয়।

বিষ জাতীয় সমস্ত কীটনাশকের দাম এখন ঊর্ধ্বমুখী তাই আমরা উদার্থ আহ্বান জানাবো যে পেঁয়াজের দামটা যেন কোনভাবেই কমানোর না হয়। সালথা বাসি একটাই দাবি পেঁয়াজটা যেভাবেই বাজারজাত চলতেছে সেভাবে যেন চলমান থাকে।

Author

আরও খবর

Sponsered content