মাদক

জামালপুরে গাঁজা চাষী গ্রেফতার

  প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৫ , ২:৫৫:৩৮ প্রিন্ট সংস্করণ

শাকিল, জামালপুর জেলা প্রতিনিধিঃ জামালপুর ডিবি পুলিশের অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম ওজনের জ্যান্ত গাঁজাসহ মোঃ সাইফুল ইসলাম(৪৮) নামের গাঁজা চাষী গ্রেফতার করা হয়েছে। তিনি মেলান্দহ উপজেলার ৭ নং চরবানী পাকুরিয়া রান্দুনীগাছা মৃত নাদের সরকার এর ছেলে। বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২ টায় বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ডিবি-১ শাখার অফিসার ইনচার্জ মো: নাজমুস সাকিব।

জানা গেছে, জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবার নির্দেশনায় প্রতিনিয়ত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে জামালপুর ডিবি পুলিশ। দীর্ঘদিন ধরে সাইফুল ইসলাম (৪৮) তিনি এলাকায় ভুট্টা রোপনকৃত জমিতে গাজা গাঁজা চাষাবাদ করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আবু বকর সিদ্দিক ও এসআই মোঃ আব্দুল আউয়ার এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ০১(এক) কেজি ৫০০(পাঁচশত) গ্রাম ওজনের ০২(দুই) টি গাঁজা গাছ উদ্ধার করেন। এ সময় গাঁজা চাষীকেও গ্রেফতার করা হয়।

এ বিষয়ে জামালপুর ডিবির অফিসার ইনচার্জ মো: নাজমুস সাকিব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা চাষ ও ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, মাদক দেশ ও জাতির জন্য ভয়াবহ অভিশাপ। এর ভয়াল থাবা থেকে পরিবার, সমাজ তথা দেশের ভবিষ্যৎ প্রজন্ম কে রক্ষা করতে জেলা পুলিশ প্রধানের সরাসরি নির্দেশনায় আমরা সম্মিলিত ভাবে কাজ করে চলেছি। আমাদের এরকম অভিযান চলমান থাকবে।

Author

আরও খবর

Sponsered content