আখলাক হুসাইন, সিলেট থেকে: ইসলামী রাজনীতিকে মানুষের মানসিকতা থেকে বিশেষ করে উলামায়ে কেরামের মানসিকতা থেকে মুছে ফেলার জন্য ব্রিটিশ শাসকরা বিনিময়ে বিক্রিত ওলামায়ে-সু দের মাধ্যমে যে পরিবর্তন এনেছিল তা এখনো সমাজে প্রতিষ্ঠিত রয়েছে। এখনো অনেক আলেম গর্ব করে নিজে রাজনীতি করেন না এমন পরিচয় দেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর মাদানী জীবন মূলত রাষ্ট্র গঠনের জীবন। ইসলামের এমন অনেক বিধান রয়েছে যা রাষ্ট্র পরিচালনার সাথে সংযুক্ত। তাই আমি রাজনীতি করি না এমন পরিচয় দেয়া মোটেও গর্বের নয়। প্রত্যেক মুসলমানকে ইসলামী রাষ্ট্র গঠনের জন্য প্রচেষ্টা করতে হবে। এবং ইসলামী রাষ্ট্র গঠনের জন্য একযোগে কাজ করতে হবে। খেলাফত মজলিস সিলেট মহানগরের সহ-সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়ন খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত নবীন আলীম সংবর্ধনা-২০২৫এ এই মন্তব্য করেন। বক্তব্যের শুরুতে তিনি এলাকার প্রবীণ আলেমদের স্মরণ করে তাদের কৃতিত্ব উল্লেখ করেন এবং তাদের মাগফিরাত কামনা করেন।
বৃহস্পতিবার (১০এপ্রিল), বিকাল ৫টায়, স্থানীয় বাংলাবাজার মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা মিলনায়তনে উক্ত নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি কারী মাওলানা আখলাক হুসাইনের সভাপতিত্বে ও হাফিজ মাওলানা সাজিদুর রহমান শামীম ও হাফিজ মাওলানা জুয়েব রহমান জসিমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস গোয়াইনঘাট জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার তত্ত্বাবধায়ক মাওলানা জাহিদুর রহমান চৌধুরী, গোয়ানঘাট উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী শরিফ উদ্দিন, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ হাসান আহমদ চৌধুরী, ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সেক্রেটারি কেএম মনসুর আহমদ, নয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে নবীন আলেমদের মধ্যে বক্তব্য রাখেন মুফতি আখতারুজ্জামান, মাওলানা রুহুল আমীন আল আজাদ, মাওলানা সালমান হোসাইন, মাওলানা হাঃ কারী রায়হান আহমদ, মাওলানা ফুযায়েল আহমদ, হাফিজ মাওলানা জামিল আহমদ, কারী মাওলানা আবুল হোসাইন হাবিবী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাবাজার রাহমানিয়া মহিলা টাইটেল মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা ফখরুল ইসলাম, খেলাফত মজলিস ফতেপুর ইউনিয়ন শাখার দায়িত্বশীল মাওলানা সোহেল আহমদ ফাহিম, খেলাফত মজলিস ফতেপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সেক্রেটারি মাওলানা আব্দুল খালিক, মাওলানা গুলজার আহমদ, ৯নং ওয়ার্ডের দায়িত্বশীল কারী মাওলানা আলীম উদ্দিন প্রমুখ।