বাংলাদেশ

নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা

  প্রতিনিধি ১১ এপ্রিল ২০২৫ , ৪:১২:১৯ প্রিন্ট সংস্করণ

সাধীন আলম হোসেন, নাটোর প্রতিনিধিঃ নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এপ্রিল মাসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১১ এপ্রিল-২৫)সকালে নাটোর শহরের কানাইখালিতে অবস্থানরত এস এম প্লাজার চতুর্থ তলায় উক্ত প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত সংগঠনটির সভাপতি ও দৈনিক বারবেলা পত্রিকার প্রকাশক সম্পাদক এডভোকেট আলেক উদ্দীন শেখ এর সভাপতিত্বে, সাধারণ-সম্পাদক রেজাউল করিম মিন্টুর সঞ্চালনায় ও সহ সভাপতি আব্দুর রশিদ মাস্টারের সার্বিক তত্ত্বাবধানে প্রেসক্লাবটিকে আরও বেগবান করতে সকল সদস্যবৃন্দদের মতামত গ্রহণ ও চুরান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।চুরান্ত সিদ্ধান্ত গ্রহণে নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাব থেকে তানিয়া খাতুন,আব্দুস শহীদ,সোহাগ খান, রাসেল শেখ,আবু বাশার,লালপুরের সাংবাদিক দম্পতি সীমা- রনি এবং নাটোর সদরের রেজাউল করিম। মোট আটজনকে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, অনৈতিক সম্পর্ক,অসংগঠনিক কার্যক্রম এবং, গঠনতন্ত্র পরিপন্থি কার্যক্রম করার জন্য এক কালীন বহিষ্কার এবং সদস্যপদ বাতিল করা হয়।

 

সেই সাথে গঠনতন্ত্র অনুযায়ী প্রেসক্লাবের নির্বাচন করার লক্ষে নির্বাচন কমিশন গঠন করা হয়।উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুর রশিদ মাস্টার,সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন রেজাউল করিম(বনপাড়া),কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল মান্নান,এডভোকেট রবিউল ইসলাম,সাদ্দাম হোসেন,তন্বী,মেহেরুল ইসলাম মোহন,শাহীন,আশরাফুল ও আলীম মোল্লা প্রমুখ।
উল্লেখ্য যে আদ্য হতে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে পুনরায় নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content