সারাদেশ

মেহেরপুরে ১৩ বছরের স্কুল ছাত্রী ধর্ষক মোশারফ আটক

  প্রতিনিধি ১১ এপ্রিল ২০২৫ , ৪:১৯:০৭ প্রিন্ট সংস্করণ

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুর পৌর ৪ নম্বর ওয়ার্ড নতুন পাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনা বৃহস্পতিবার ১০ এপ্রিল-২০২৫ মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করার পর ধর্ষক মোশারফ হোসেনকে পুলিশ আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ধর্ষিতার মা আনোয়ারা আক্তার বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলাটি করেন,যার মামলার নং ১৯, সদর থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিনের নেতৃত্বে সদর উপজেলার আলমপুর গ্রাম থেকে মোশারফকে আটক করা হয়।
পরে তাকে আদালতে নেয়া হলে সে ১৬৪ ধারা স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন, বিচারক শারমিন নাহার তার স্বীকারোক্তি রেকর্ড করেন, পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।গত ৮ এপ্রিল বাড়ির সদস্যরা কেউ না থাকার সুযোগে প্রতিবেশী নুরন্নেশার ছেলে মোশাররফ হোসেন তার বাড়িতে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে, ওই সময় বিষয়টি কাউকে না জানানোর জন্য তাকে ভয়ভীতি প্রদর্শন করে।

এদিকে বুধবার শিশুটি অসুস্থ হয়ে পড়ে,এ সময় তার মা তাকে জিজ্ঞাসাবাদ করার পর ঘটনাটি প্রকাশ পায়। পরে বৃহস্পতিবার ভোরের দিকে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, ঘটনার পরপরই মোশারফ হোসেন আত্মগোপনে চলে যায়।
এদিকে ধর্ষণ করার বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকাবাসী ধর্ষক মোশারফ এর ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নি-সংযোগ করে।

Author

আরও খবর

Sponsered content