সারাদেশ

গাজায় হামলার প্রতিবাদে ত্রিশালে ইসরায়েলি পণ্য বর্জণের ডাক

  প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৫ , ৮:৪২:৪০ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি: গাজায় ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে ও জায়নবাদী ইজরাইলের পণ্য বর্জনের ডাক দিয়েছে ময়মনসিংহের ত্রিশালের তৌহিদী জনতা। তারা মনে করেন এ মুহুর্তে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় কাজ হলো ফিলিস্তিনিদের পাশে দাড়াতে ইজরাইলের পণ্য বর্জনের মাধ্যমে প্রতিবাদে শরিক হওয়া।

শুক্রবার (১১ এপ্রিল ২০২৫) বিকালে উপজেলার সদর ইউনিয়নের বাগান এলাকার যুব সমাজ ও তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে এবং ইজরাইলী পণ্য বর্জনের জন্য লিফলেট বিতরণ করে।

এসময় প্রতিবাদ সমাবেশে অংশ নেন, হাফেজ ফিরুজ আহমেদ, হাফেজ আলতাব হোসেন, কবি আক্তারুজ্জামান, ইমরান হোসেন (অপু), আনোয়ার জসিম, মিতুল, রুবেল, শাকিব, অমিত, মাজহারুল, সুজন, সোহেল, ইমরান হোসেন প্রমূখ।

এছাড়াও সকালে গজায় নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে একই সময়ে কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ত্রিশালের সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অপরদিকে বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে ত্রিশাল পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Author

আরও খবর

Sponsered content