উৎসব অনুৃষ্ঠান

ভালুকায় উৎসবে রঙে রাঙা বৈশাখী মেলা

  প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৫ , ৩:২৮:১৬ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি: আবারও প্রাণ ফিরে পেয়েছে ময়মনসিংহের ভালুকা। দীর্ঘ পাঁচ বছর পর বাংলা নববর্ষ ১৪৩২-কে ঘিরে আয়োজিত হয়েছে বহুল প্রতীক্ষিত বৈশাখী মেলা। এই মেলা কেবল বিনোদনেরই নয়, বরং ভালুকার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কিন্তু করোনা ভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়ার পর গত পাঁচ বছরে আর বসতে পারেনি এই উৎসব।

ভালুকার বৈশাখী মেলার সূচনা আশির দশকের শুরুর দিকে। সময়ের পরিক্রমায় এটি ভালুকার সবচেয়ে জনপ্রিয় ও প্রত্যাশিত বার্ষিক উৎসবে রূপ নেয়।

প্রতি বছর মেলাটি ঘিরে থাকতো নানা আয়োজন—লোকজ সংস্কৃতির প্রদর্শনী, হস্তশিল্পের পসরা, শিশুদের খেলনা, গ্রামীণ খাবার, সাংস্কৃতিক পরিবেশনা এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণ।

২০২০ সালে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে জনস্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় প্রশাসন মেলা আয়োজন সাময়িকভাবে বন্ধ রাখে। করোনা চলে গেলেও বৈশাখের সেই চেনা উৎসব ফিকে হয়ে গিয়েছিল।

অবশেষে এবার এসে আবারও সেই চেতনা দৃশ্য—রঙিন ব্যানার, মুখোশ, বেলুন, নাগরদোলা, শিশুদের কোলাহল, মাটির হাঁড়ি, বাঁশের বাঁশি আর ঘুড়ির পসরা নিয়ে ফিরে এলো বৈশাখী মেলা। ভালুকা উপজেলা সদরের প্রাণকেন্দ্রে বসা এই মেলায় অংশ নেয় হাজারো মানুষ।

স্থানীয় প্রবীণ শিক্ষক এ আর এম শামছুর রহমান বলেন, “পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আর ভালুকা সরকারি কলেজ মাঠের বৈশাখী মেলা ভালুকার ঐতিহ্য। দীর্ঘ দিন পর আবার পূর্ণ উদ্যমে মেলা উদযাপিত হচ্ছে ভালুকায় এটা আনন্দের।

শুধু ভালুকার মানুষ নয়, আশপাশের উপজেলার লোকজনও এই মেলা দেখতে আসেন। কেউ আসেন পরিবারের সদস্যদের নিয়ে, কেউবা পুরোনো বন্ধুদের সঙ্গে মিলিত হতে। মেলার মাঠে হঠাৎ দেখা হয়ে যাচ্ছে বহু পুরনো পরিচিত মুখের সঙ্গে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “বৈশাখ আমাদের সংস্কৃতি ও জাতীয় ঐক্যের প্রতীক। আমরা চাই এ উৎসবকে ঘিরে মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে উঠুক।”

ভালুকার এই বৈশাখী মেলা আমাদের মনে করিয়ে দেয়, সংস্কৃতি কখনো হারিয়ে যায় না—কেবল বিরতি নেয়। ঠিক সময়ে, ঠিক আবেগে, তা আবার ফিরে আসে। আর ফিরে আসে আগের চেয়েও বড় উদ্দীপনায়।

পাঁচ বছর পর সেই রঙিন ঢেউ ফের বয়ে চলেছে ভালুকা জুড়ে—স্মৃতির টান, ঐতিহ্যের মান আর প্রাণের গান নিয়ে।

Author

আরও খবর

বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড “আজীবন সম্মাননা” পাচ্ছেন সৈয়দ মার্গুব মোর্শেদ

সীতাকুণ্ড উপজেলা প্রশাসন উদ্যোগে শিব চতুর্দশী ও দোল পূর্ণিমা মেলা উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কুমিল্লার ইফতার মাহফিলের প্রস্তুতি সভা

পবিত্র ঈদ-উল ফিতর, উৎসবের আনন্দে মুখরিত বিশ্ব মুসলিম সম্প্রদায় – বিশেষ প্রতিবেদন, বার্তা বিভাগ ।

চাঁপাইনবাবগঞ্জে শহীদদের স্মরণে তারুণ্যের আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলা ডান্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কৃত্তিকা মুখ্যার্জী কে সংবর্ধনা দিলেন বহড়ুক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের প্রধান মতিবুর রহমান লস্কর , উপপ্রধান সঙ্গীতা হালদার

Sponsered content