সাধীন আলম হোসেন,নাটোর প্রতিনিধিঃ বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে নাটোরে লালপুর উপজেলার এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসক, স্থানীয় রাজনীতিবিদ, ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, এবং কর্মচারীরা সকলেই ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ।
বাঙালির ঐতিহ্যে লালিত বাংলা নববর্ষ। সারা দেশের ন্যায় নাটোর লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯ঃ৪০ মিনিটে বের হয় আনন্দ সোভা যাত্রা। আনন্দ শোভাযাত্রাটি লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসানের নেতৃত্বে উপজেলা প্রশাসন ভবন থেকে শুরু করে গোপালপুর রেল গেট হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এরপর পূর্ব ঘোষিত অনুযায়ী জাতীয় সংগীত এবং বর্ষবরণ সংগীত (এসো হে বৈশাখ এসো এসো) দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট পেপার এর সাংবাদিকবৃন্দ ।