সারাদেশ

‎বেলকুচি বানিয়াগাঁতী এস এন স্কুল এন্ড কলেজে পালিত হল পহেলা বৈশাখ

  প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৫ , ২:৫১:৩২ প্রিন্ট সংস্করণ

আশিকুল ইসলাম ‎সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বাঙ্গালীর চির-চেনা প্রাণের উৎসব হাজার বছরের ঐতিহ্য বাংলা বর্ষের প্রথম মাস ১৪৩২ বঙ্গাব্দ পহেলা বৈশাখ উদযাপন করেছে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বানিয়াগাঁতী এস এন স্কুল এন্ড কলেজ একাডেমির শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী ও গভর্নিং বডির সদস্যরা।

উক্ত কলেজ মাঠ প্রাঙ্গনে ১৪ই মার্চ ২০২৫ ইং রোজ সোমবার সকাল ১০ঃ০০ ঘটিকায় পহেলা বৈশাখ উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি বানিয়াগাঁতী এসএন একাডেমি স্কুল এন্ড কলেজ এর ম্যানেজিং কমিটি ও শিক্ষক কর্মচারীবৃন্দ কর্তৃক আয়োজিত হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলন করার পরে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষ করে সবাই মিলে ইলিশ পান্তা ভোজন করে। সবাই বর্নিল সাজসজ্জায় সজ্জিত হয়ে নেচে গেয়ে আনন্দ উৎসব করে। পরবর্তীতে সবাই মিলে পার্শবর্তী এলাকার ঐতিহ্য বাহী সলপ ষ্টেশনে আগমন করে সবাই মিলে ঘোল মাঠা চিড়া মুরকী খায়। উৎসব মুখর পরিবেশে দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ১লা বৈশাখ পালন করা হয়।

 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানিয়াগাঁতী স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সদস্য ও বেলকুচি উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ কেরামত আলী তালুকদার, বানিয়াগাঁতী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খন্দকার নজরুল ইসলাম, বানিয়াগাঁতী হাইস্কুলের প্রধান শিক্ষক কামরুল ইসলাম কোমল, উক্ত কলেজের প্রফেসর আমিনুল ইসলাম, প্রফেসর রতন, সাবেক ইউপি সদস্য মর্জিনা খাতুন, হাইস্কুলের শিক্ষিকা লাবলি খাতুন, মুক্তি খাতুন, আল্পনা খাতুন, সুলতানা খাতুন, ব্যাংক কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অত্র গ্রামের ময়মুরুব্বি বিশিষ্ট সমাজ সেবক ও সর্ব স্তরের জনগন রংবেরং এর সাঝে সজ্জিত হয়ে ঢুগি তবলা বাজিয়ে গান বাজনা আনন্দ উৎসব করে দিনটি উদযাপন করে।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content