অভিযান

নাটোরের বাগাতিপাড়ায় সেনাবাহিনীর অভিযানে এক্সকাভেটর ভেকু মেশিন এর ৫ টি ব্যাটারি জব্দ

  প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৫ , ৩:৪৪:৩৬ প্রিন্ট সংস্করণ

সাধীন আলম হোসেন,নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন স্থানে গোপন সংবাদ এর ভিক্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর টহল দল অভিযান পরিচালনা করে রাতের আঁধারে পুকুর খনন করাকালীন সময়

এক্সকাভেটর ৫টি ব্যাটারি ও টুলবক্স জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর।

১৬ এপ্রিল (বুধবার) দিবাগত রাতে বাগাতিপাড়া উপজেলার পাঁচুড়িয়া,বাঁশবাড়িয়া ও জামনগর এলাকায় অভিযান পরিচালনা করে ৫টি ভেকুর ব্যাটারি ও টুলবক্স জব্দ করা হয়।
সেনাবাহিনীর উপস্থিতি জানার পরে কথিত ভেকুর মালিকেরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত ৫ টি ব্যাটারী ও টুলবক্স লালপুর থানায় সোপর্দ করা হয়।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content