রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
English
ব্রেকিং নিউজ
ময়মনসিংহ গৌরীপুরে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ জামাই শ্বশুর আটক মেহেরপুর আমঝুপিতে হেরোইন-সহ মাদক সেবি আটক-১ খানপুর ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হাফিজ সভাপতি বাবুল ফকির সম্পাদক যে নারী ছায়ার মতো আসে, আগুনের মতো পোড়ায় পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে জাতীয় পতাকার স্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর নির্মাণ কাজের শুভ উদ্বোধন তিস্তা পাড়ে এক হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতালের দাবিতে গঙ্গাচড়ায় মানববন্ধন মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন সরাইলে এক মদক সেবী মাতাল অবস্থায় ও ড্রেজার মেশিন আটক শ্যামগাতি গাবগাছি হিন্দু পাড়ার রাস্তাটি জনগণের চলাচলের জন্য একটি মরণ ফাঁদ মায়ের দোয়ায় মোড়ানো এক দূর দেশের যাত্রা

কুড়িগ্রামে ৬ দফা দাবিতে কারিগরি শিক্ষার্থীদর গণমিছিল

Muktakathan News
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৫ Time View

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে কাফনের কাপড় পরে গণমিছিল করছে। এ সময় কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানান তারা।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল ৩টায় কুড়িগ্রাম পৌরশহরের মার্কাজ মসজিদ এলাকা থেকে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ করে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পাশাপাশি ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার ফলে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে। ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিলসহ উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিকভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে।

শিক্ষার্থীরা আরও জানান, উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের (১০ম গ্রেড) পদ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) থেকে পাসকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও, যেসব সরকারি, রাষ্ট্রীয়, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইনানুগভাবে নিশ্চিত করতে হবে। এই পদগুলোতে অনতিবিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ এবং সব শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। কারিগরি শিক্ষায় বৈষম্য ও দুরবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে “কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়” নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।

এছাড়াও পলিটেকনিক ও মনোটেকনিক ইন্সটিটিউট থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে (নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও) পলিটেকনিক ও মনোটেকনিক থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে।
মিছিলের নেতৃত্বে থাকা, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী মো. কামরুজ্জামান আলভী, আরিফ হাসান, সিফাত জানান, আমাদের ঘোষিত দাবি অবিলম্বে মেনে নেওয়া না হলে সামনে আরও কঠিন কর্মসূচির ঘোষণা দেন।

Author

Please Share This News in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Muktakathan Kalyan Foundation ©
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102