তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট সদরের খানপুর ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১ টায় খানপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিতব্য দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপি’র আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম।
এ সময় অন্যান্যের মধ্যে বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জেলা বিএনপি’র সদস্য ব্যারিস্টার জাকির হোসেন, জেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফফর রহমান আলম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা, বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ মালেক, মনিরুল ইসলাম খান, ডাক্তার আব্দুর রহমান, ফকির তারিকুল ইসলাম, আবুল কালাম আজাদ বুলু’সহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ভোটার গণ উপস্থিত ছিলেন।
ভোটারা সকাল থেকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে যার যার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। বেলা ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ইউনিয়নের ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচন করেন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তারা বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে বিজয়ীরা হলেনঃ
সভাপতি পদে খান হাফিজুর রহমান চেয়ার প্রতীকে পেয়েছেন ২৩৩ ভোট, সাধারণ সম্পাদক পদে মোঃ বাবুল ফকির হরিণ প্রতীকে পেয়েছেন ১৭৭ ভোট, সহ-সভাপতি পদে তরফদার জাহিদুর রহমান উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ২২৫ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ মিকাইল শেখ মই প্রতীকে পেয়েছেন ২৪২ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে হাওলাদার কবির হোসেন মোরগ প্রতীক ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।