আব্বাস উদ্দিন:ক্রাইম রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকা থেকে তিন ডাকাত গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ।
রোববার সরাইল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হাসান গণমাধ্যমকে এ তথ্য দিয়ে নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার নোয়াগাও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃরা হলেন, আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকার আমির হোসেনের ছেলে মো. জীবন মিয়া, সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়া এলাকার মৃত অহিদ মিয়ার ছেলে মোঃ মনিরুল ইসলাম ও একই এলাকার মৃত মিয়ার ছেলে আলী ইসলাম। এসময় তাদের কাছ থেকে ধারালো চাপাতিসহ বিভিন্ন ধরনের রড জব্দ করা হয়।
সরাইল থানা সূত্রে জানায়, গোপন সংবাদ ভিত্তিতে জানতে পারে ১৫/১৬ জন ডাকাত সরাইল থানাধীন নোয়াগাও ইউনিয়নের ইসলামাবাদ (গোগদ) বাসস্ট্যান্ডের প্রায় ২০০ গজ পূর্ব দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপর হইতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতি করার জন্য অবস্থান করছে। এমন সংবাদে সরাইল থানা পুলিশ এসআই/আবির আহমেদ, এসআই /জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সহযোগীরা দৌড়ে পালিয়ে যায়। গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরো চারজন ডাকাতের নাম ঠিকানা সংগ্রহ করে এজাহারনামীয় সাতজন’সহ অজ্ঞাতনামা ৯/১০ জনের বিরুদ্ধে সরাইল থানায় মামলা করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ওই স্থানে দেশীয় অস্ত্রসহ একত্রিত হয়ে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিলেন। গ্রেপ্তার মনিরের বিরুদ্ধে সরাইল থানায় ডাকাতি, পুলিশ আক্রান্ত ও মাদকের তিনটি মামলা রয়েছে।
সরাইল থানা অফিসার ইনসার্জ রফিকুল হাসান বলেন আমাদের প্রতিজ্ঞায় হলো সকল প্রকার অপরাধকে রুখে দেওয়া ও অপরাধীর শান্তি নিশ্চিত করা।
আব্বাস উদ্দিন
০১৭১৫৭৫৬২১০