সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন
English
ব্রেকিং নিউজ
জাতীয় ভোক্তার অধিকারের অভিযানে গাংনীতে দুই প্রতিষ্ঠানের ৫৫ হাজার টাকা জরিমানা ব্রাহ্মণবাড়িয়া কারাগারে এক হাজতির মৃত্যু ঠাকুরগাঁওয়ে গৃহবধূ খাইরুন নাহার হত্যা: আসামী গ্রেফতার না হওয়ায় মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার, শ্যামল গ্রেফতার কুড়িগ্রামে ফেরিওয়ালার চাকুর আঘাতে অপর ফেরিওয়ালার মৃত্যু মধ্যনগরে রাজনৈতিক মামলায় যুবলীগ নেতা অমল তালুকদার গ্ৰেফতার ঠাকুরগাঁওয়ে বসতভিটা সরিয়ে নিতে ৭ দিনের সময় দিয়ে ৩৪ জনকে নোটিশ ঠাকুরগাঁওয়ে দলের পাশাপাশি ভোটের মাঠও গোছাচ্ছে বিএনপি-জামায়াত মধ্যনগরে মাদকদ্রব্যসহ গ্রেফতার এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৬,১২৫ কেজি অবৈধ ভারতীয় চিনি উদ্ধারঃ

নাজিরপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে বিএনপি নেতার জমি দখলের অভিযোগ 

Muktokathan news
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৬ Time View

ডেস্ক রিপোর্ট :  পিরোজপুরের নাজিরপুর উপজেলার ১নং মাটিভাংগা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক হোগলাবুনিয়া গ্রামের বাসিন্দা মোঃ শরিফুল ইসলাম নান্নু মাস্টারের পৈতৃক সম্পত্তি দখল করে গত ১৯/০৪/২০২৫ তারিখে রাতের আঁধারে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে নাজিরপুর উপজেলা যুবলীগের সদস্য মোঃ মশিউর রহমান ডিয়ার ও আওয়ামী লীগ নেতা মোঃ ইকবাল হোসেনের বিরুদ্ধে।

 

বিএনপি নেতা নান্নু মাস্টার বলেন আমাদের পৈতৃক সম্পত্তি সম্পূর্ণ অন্যায় ভাবে দখলে নিতে চায় ২০১৯ সালে গঠিত নাজিরপুর উপজেলা যুবলীগের খোকন কাজী ও চঞ্চল বিশ্বাস কমিটির প্রভাবশালী সদস্য মশিউর রহমান ডিয়ার ও তার ভাই গণপূর্ত বিভাগের সাবেক শ্রমিক লীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতা ইকবাল। বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাব দেখিয়ে অবৈধভাবে ভুয়া কাগজপত্র তৈরি করে আমাদের হোগলাবুনিয়া মৌজা,জেল নং ২২,এসএ দাগ নং ১১৩/১১৭/১১৮, এসএ খতিয়ান নং ১১২, বিএস দাগ নং ৩৭৫ বিএস খতিয়ান নং ৯৫ , এই সম্পত্তিতে ঘর নির্মাণে বাঁধা দেয়।পরবর্তীতে মীমাংসার জন্য অনেকবার অনুরোধ করা হলেও তারা সেটা প্রত্যাখ্যান করে।সন্ত্রাসী কায়দায় অবৈধভাবে আমাদের সম্পত্তি দখল নিতে চায় যা এলাকাবাসী অবগত।পরবর্তীতে ডিয়ার ও ইকবাল বাহিনীর অত্যাচার ও ন্যায় বিচারের প্রত্যাশায় আমরা আদালতের শরণাপন্ন হই এবং মহামান্য আদালত ও জমিতে ১৪৪ ধারা জারি করেন।কিন্তু,সেই ১৪৪ ধারা উপেক্ষা করে গত ১৯/০৪/২০২৫ তারিখে রাতের আঁধারে বিবাদী একটি ঘর নির্মাণ করে।

 

নান্নু আরও বলেন, আমরা নাজিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করি। অভিযোগের প্রেক্ষিতে মাটিভাংগা পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর মোঃ ফিরোজ ঘটনাস্থলে এসে যুবলীগ ও আওয়ামী লীগ নেতা ডিয়ার ও ইকবালকে সতর্ক করে বলেন আদালতের নির্দেশ কোনভাবেই অমান্য করা যাবে না।বিএনপি নেতা ও অবসরপ্রাপ্ত শিক্ষক নান্নু মাস্টার গণমাধ্যমের কাছে প্রশ্ন রাখেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পরেও যুবলীগ নেতা ডিয়ার গংদের ক্ষমতা এক চুলও কমেনি বরং প্রতিনিয়তই সমাজে বিভিন্ন অন্যায় অনিয়ম ও জবরদখল করে যাচ্ছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দলীয় পরিচয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেছে তারা এবং এখনো তারা সেই ধারা অব্যাহত রাখতে চায়। সমস্ত এলাকাবাসী জানে তাদের কাগজপত্র অবৈধ ও ভুয়া। শুধুমাত্র দলীয় প্রভাব খাঁটিয়ে এই ভুয়া কাগজপত্র গুলো তৈরি করেছিল এবং আদালতের রায়ে হেরে যাওয়ার ভয়ে লাঠিয়াল বাহিনী দিয়ে জমি বেদখল করতে চায়।

 

নাম প্রকাশে অনিচ্ছুক বরই বুনিয়া ও হোগলা বুনিয়া নিবাসী বেশ কয়েকজন বলেন, নান্নু মাস্টারদের পরিবার খুবই ভদ্র এবং উচ্চশিক্ষিত।স্বচ্ছ রাজনৈতিক পরিবার এবং তাদের এই ভদ্রতার জন্যই তাদের উপরে অন্যায় অবিচার করার চেষ্টা করে প্রতিনিয়ত।আওয়ামী লীগ সরকার পতন হলেও যুবলীগ ও আওয়ামী লীগ নেতা ডিয়ার ইকবালের ক্ষমতা কমেনি।আমরা প্রশাসনের কাছে এই ধরনের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই।

 

আদালত অবমাননার বিষয়ে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সবুজ খানের কাছে জানতে চাইলে তিনি বলেন আদালতের নির্দেশ ১৪৪ ধারা অমান্য করার কোন সুযোগ নেই আদালত অবমাননা করা একটি চরম অপরাধ।

Author

Please Share This News in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Muktakathan Kalyan Foundation ©
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102