বিশ্ব

আরব মন্ত্রিসভা কমিটি জেরুজালেমে ইসরায়েলি দখলদারিত্বের অব্যাহত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে

  প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৫ , ৫:২৪:৩৯ প্রিন্ট সংস্করণ

এইচ এম এরশাদ, আন্তর্জাতিক সংবাদদাতা :  মধ্যপ্রাচ্যঃ জেরুজালেম শহরে ইসরায়েলের অবৈধ নীতি ও পদক্ষেপ মোকাবেলায় আরব দেশগুলোর গৃহীত কৌশলগত পদক্ষেপ বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত আরব মন্ত্রিসভা কমিটি আজ (বুধবার) দখলদার ইসরায়েলি বাহিনীর পদ্ধতিগত লঙ্ঘন ও নীতির তীব্র নিন্দা জানিয়েছে।

এই মন্তব্য আসে আরব লীগের সদর দপ্তরে আয়োজিত পররাষ্ট্রমন্ত্রীদের ১৬৩তম অধিবেশনের সময় কমিটির নবম বৈঠকের শেষে প্রকাশিত এক বিবৃতিতে। বৈঠকে সভাপতিত্ব করেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান আল-সাফাদি।

বিবৃতিতে বলা হয়, বৈঠকে ইসরায়েলি দখলদারিত্বের অবৈধ পদক্ষেপ নিয়ে আলোচনা হয়, যেগুলোর মাধ্যমে জেরুজালেম শহরের আরব-ইসলামি ও খ্রিস্টান পরিচিতি এবং এর আইনি ও ঐতিহাসিক মর্যাদা পরিবর্তনের চেষ্টা চলছে। এতে আল-আকসা মসজিদ ও শেখ জাররাহ পাড়াসহ পবিত্র স্থানগুলোও অন্তর্ভুক্ত।

কমিটি এসব কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন হিসেবে অভিহিত করে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানায়।

Author

আরও খবর

Sponsered content