সারাদেশ

মেহেরপুরের হিজুলী গ্রামের ঈদগাহ পাড়ায় বীজের গোডাউনে দুর্ধর্ষ চুরি

  প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৫ , ৫:৩০:২১ প্রিন্ট সংস্করণ

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ    মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামের ঈদগাপাড়ায় গত বুধবার ২৩ এপ্রিল-২০২৫ দিবাগত রাতে একটি বীজের গোডাউনে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে, গোডাউনের মালিক মিজানুর রহমান তিনি জানান তাঁর সংরক্ষিত বীজের গোডাউন থেকে প্রায় ৪০ বস্তা শসা ও পুইশাকের বীজ চুরি হয়েগেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর ভাষ্যমতে, চোরেরা রাতের কোনো এক সময় তালার ভেতরে রাসায়নিক পদার্থ বা এসিড ঢুকিয়ে তালা খুলে ফেলে এবং ভেতরে প্রবেশ করে মূল্যবান বীজ নিয়ে যায়, চুরির ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই এলাকাবাসীর মাঝে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

মিজানুর রহমান আরও জানান, তিনি মেহেরপুর সদর থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়াধীন রয়েছেন।

Author

আরও খবর

Sponsered content