ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: সম্পর্কের বন্ধনকে দৃঢ় ও মজবুত করতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উৎসবমুখর পরিবেশে প্রীতি ফুটবল ম্যাচ ও চড়ুইভাতির আয়োজন করেছে ইবির আইন বিভাগের জুনিয়র ও সিনিয়র শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১২ টায় শাহ আজিজুর রহমান হলের ডাইনিং রুমে চড়ুইভাতি এবং বুধবার দিনের বেলা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে তারা।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী নাজমুল করিম অর্ণব, এনামুল হক ইমন, রিয়াদুল ইসলাম অন্তু এবং ২২-২৩ শিক্ষাবর্ষের ইসমাইল আহমেদ তালহা, আতিক আনাম রোজ, মামুন, আরমান, শুয়াইব সহ ২২-২৩ ও ২৩-২৪ শিক্ষাবর্ষের অন্যান্য শিক্ষার্থীরা।
এ সময় অনুষ্ঠানে আইন বিভাগের ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কামরুল ইসলাম খান বলেন, খেলার মাধ্যমে ডিপার্টমেন্টের বড়ভাইদের সাথে আমাদের সম্পর্ক আরো দৃঢ় হয়েছে এবং একসাথে খাওয়া দাওয়া, আড্ডাসহ একটি ভালো দিন কাটলো।
২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসমাঈল আহমদ তালহা বলেন, পড়াশোনার একঘেয়েমি দূর করতে খেলাধুলা কার্যকরী ভূমিকা রাখবে। এরকম আয়োজন বিভাগের শিক্ষার্থীদের একতা তৈরিতে এবং ভবিষ্যত জীবনে লক্ষ্যপানে পৌছাতে কার্যকরী ভূমিকা রাখবে।
২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতিক আনাম রোজ বলেন, এরকম আয়োজন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের বন্ধন আরো মজবুত করে।
২২-২৩ শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী মামুন বলেন, দুই সেশনের সবার অংশগ্রহণে সুন্দর একটি আয়োজন হয়েছে। এরকম আরো আয়োজনের পরিকল্পনা আছে।
২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এনামুল হক ইমন বলেন, আইন বিভাগের ৩৫ ও ৩৬ তম ব্যাচের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচে আমি রেফারি হিসেবে ছিলাম। খুব সুন্দর ও ভালো একটি ম্যাচ হয়েছে। এর ফলে তাদের মধ্যকার প্রতিভা প্রকাশ পাবে ও খেলাধুলার প্রতি আগ্রহ প্রকাশ পাবে।
২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল করিম অর্ণব বলেন, এমন আয়োজন খুবই ভালো। যার মাধ্যমে শুধু সাক্ষাৎ না বরং গভীর সম্পর্ক তৈরি হয়।
উল্লেখ্য প্রীতি ফুটবল ম্যাচটি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২২-২৩ ও ২৩-২৪ এর শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হয়। এই ম্যাচে ২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ১:০ গোলে বিজয়ী হয়।