পঞ্চগড় জেলা প্রতিনিধি : আগামী দিনের বাংলাদেশ গঠনে দলীয় কর্মসূচি ও নীতিমালাকে কার্যকরভাবে বাস্তবায়নে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে বিএনপির ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা’।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিনব্যাপী পঞ্চগড় পৌরসভা চত্বরে আয়োজিত এই কর্মশালায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কার বিষয়ক দিকনির্দেশনা ও ৩১ দফা প্রস্তাবনা উপস্থাপন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মশালার উদ্বোধন করেন দলটির কেন্দ্রীয় নেতারা।
পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহেরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু, গণশিক্ষা বিষয়ক সহকারী সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, তথ্য প্রচার ও প্রকাশনা কমিটির চেয়ারপারসন মাহমুদা হাবিবা, রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, এবং ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।
বক্তারা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রস্তাব আসলে বিএনপি অনেক আগেই ঘোষণা দিয়েছে। আগামীর বাংলাদেশে গঠনমূলক দলীয় কার্যক্রম বাস্তবায়নে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। একই সঙ্গে দলের ভাবমূর্তি রক্ষা করে শৃঙ্খলা বজায় রেখে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান নেতারা।
জানা গেছে, কর্মশালা শেষে বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদান করবেন।