রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন
English
ব্রেকিং নিউজ
ইবির ‘স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ এর বৃত্তির ফলাফল প্রকাশিত বিএনপি জনগণের কল্যানে কাজ করতে বদ্ধপরিকর-ডাঃ আব্দুল মজিদ যুবদল নেতা মিলনের মৃত্যুতে এস এম রফিকুল ইসলাম বাচ্চুর শোক প্রকাশ। চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ ,স্ত্রী আটক, স্বামী পলাতক শাহজাদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি আত্মহত্যা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ১০ পরিবার ! সম্প্রীতির বন্ধনে দেশ গড়ার প্রত্যয়ে ঐতিহাসিক সেমিনার সিলেটে হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন নোয়াখালীতে নিখোঁজের দুই দিন পর সেপটিক ট্যাংক থেকে সাবেক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসনে ইবিতে বিক্ষোভ সমাবেশ

ইবির ‘স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ এর বৃত্তির ফলাফল প্রকাশিত

Muktakathan News
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২ Time View

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি  প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

গত শনিবার (২৬ এপ্রিল) সংগঠনটির চেয়ারম্যান মাহমুদুল হাসানের একটি ভিডিও বার্তায় এ ফলাফল প্রকাশিত হয়।

এসময় তিনি বলেন, স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিবছর শিক্ষাবৃত্তি, মেধাবৃত্তি, বৃক্ষরোপণ অভিযান, লিডারশিপ ট্রেনিং ক্যাম্প, বৃত্তি পরীক্ষা গ্রহণ, ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, শীতবস্ত্র বিতরণ, শিক্ষা উপকরণ উপহার প্রদান, ঈদ সামগ্রী উপহার প্রদানসহ নানাবিধ শিক্ষামূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। প্রতিবছরের ধারাবাহিকতায় গতবছরও আমরা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে আমরা বৃত্তি পরীক্ষার আয়োজন করেছিলাম।

ফলাফল প্রকাশের সময় তিনি জানান, সর্বমোট পরীক্ষার্থী ছিল ২৮৪৪ জন। ছাত্র ছিল ১১৪৫ জন এবং ছাত্রী ছিল ১৬৯৯ জন। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ২৩২ জন এবং ট্যালেন্ট পোলে বৃত্তি পেয়েছে ১০৪ জন। মোট বৃত্তি পেয়েছে ৩৩৬ জন।

যারা ৭০% মার্ক পেয়েছে তারা সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে আর যারা ৮০% মার্ক পেয়েছে তারা ট্যালেন্ট পোলে বৃত্তির জন্য বিবেচিত হয়েছে।

চতুর্থ শ্রেণিতে ট্যালেন্ট পোল ও সাধারণ গ্রেডে মোট ছাত্র বৃত্তি পেয়েছে ৫২ জন এবং ছাত্রী বৃত্তি পেয়েছে ৫৮ জন, মোট ১১০ জন। পঞ্চম শ্রেণিতে ছাত্র বৃদ্ধি পেয়েছে ৪৭ জন, ছাত্রী বৃত্তি পেয়েছে ৫৯ জন, মোট ১০৬ জন। ষষ্ঠ শ্রেণিতে ছাত্র বৃত্তি পেয়েছে ৮ জন, ছাত্রী বৃত্তি পেয়েছে ১৮ জন, মোট ২৬ জন। সপ্তম শ্রেণীতে ছাত্র বৃত্তি পেয়েছে ৭ জন, ছাত্রী বৃত্তি পেয়েছে ১৮ জন, মোট ২৫ জন। আষ্টম শ্রেণিতে ছাত্র বৃত্তি পেয়েছে ২১ জন, ছাত্রী বৃত্তি পেয়েছে ১৪ জন, মোট ৩৫ জন। নবম শ্রেণিতে ছাত্র বৃত্তি পেয়েছে ১৫ জন, ছাত্রী বৃত্তি পেয়েছে ১৯ জন, মোট বৃত্তি পেয়েছে ৩৪ জন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা যারা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃত্তি পেয়েছো তোমাদের সবািকে জানাই আন্তরিক অভিনন্দন। তোমরা যারা বৃত্তি পেয়েছো স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আশা করছে, তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে, আগামীর বাংলাদেশ বিনির্মানে তোমরা দৃঢ প্রত্যয়ী হয়ে এখন থেকেই কাজ করে যাবে। আমরা আশা করছি তোমাদের সততা,দক্ষতা এবং যোগ্যতার বিনিময়ে আগামী দিনের একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে ইনশাআল্লাহ। প্রতিবছর বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের অল্প কিছুদিনের মধ্যেই আমরা চমৎকার আয়োজনের মধ্য দিয়ে আমরা বৃত্তি ও সনদপত্র প্রদান করে থাকি। আমরা অন্যান্য বছরের ধারাবাহিকতায় এ বছরও খুবই স্বল্প সময়ের মধ্যে আমরা বৃত্তি ও সনদপত্র প্রদান অনুষ্ঠানটি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর ২০২৪ তারিখে ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় বেশ কয়েকটি কেন্দ্রে একযোগে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Author

Please Share This News in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Muktakathan Kalyan Foundation ©
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102