প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৫ , ১২:৪৭:২৪ প্রিন্ট সংস্করণ
মোঃ সাইফুল ইসলাম, সিলেট বিভাগীয় প্রধানঃ অদ্য ২৭/০৪/২০২৫ খ্রি. সকাল ০৬.৩০ ঘটিকায় এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ মাসুদ মিয়া ও রাত্রীকালীন সিয়েরা-৩২ এর অফিসার এএসআই (নিঃ) আতাউর রহমান সঙ্গীয় ফোর্সসহ কোম্পানীগঞ্জ টু সিলেট শহরগামী রোডে বড়শালা বাইপাসের সামনে একটি চিনি ভর্তি ট্রাককে সন্দেহজনকভাবে সিগন্যাল দেন। পুলিশের সিগন্যাল অমান্য করে উক্ত ট্রাকের চালক ট্রাকটি দ্রুতগতিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেট দিয়ে মালনীছড়া চা বাগানের ভিতরে প্রবেশ করে। পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ট্রাকটির পিছু ধাওয়া করলে, চালকসহ ২/৩ জন অজ্ঞাতনামা আসামি ট্রাকটি এয়ারপোর্ট থানাধীন নতুনপাড়া কাঁচা রাস্তার ওপর ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে দিনের পর্যাপ্ত আলোতে বিধি মোতাবেক ট্রাকটি তল্লাশী করা হয়।
তল্লাশীকালে (ক) ০১ (এক) টি হলুদ রংয়ের টাটা হাইড্রোলিক ট্রাক, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রোঃ-ট-১৫-০৭০৫, যাহার চেসিস ও ইঞ্জিন নং অস্পষ্ট, (খ) নং ক্রমিকে বর্ণিত ট্রাকের ভিতর ত্রিপল খাঁরা মোড়ানো ১২৫ (একশত পঁচিশ) বস্তা ভারতীয় চিনি, প্রতি বস্তার ওজন ৪৯ কেজি করে মোট (১২৫x৪৯)=৬১২৫ (ছয় হাজার একশত পঁচিশ) কেজি, প্রতি কেজি চিনির আনুমানিক বাজার মূল্য ১২০/- টাকা করে মোট (৬১২৫x১২০)=৭,৩৫,০০০/-(সাত লক্ষ পয়ত্রিশ হাজার) টাকার অবৈধ চিনি জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ সংক্রান্তে এয়ারপোর্ট থানার মামলা। পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।