বাংলাদেশ

কুড়িগ্রামে ফেরিওয়ালার চাকুর আঘাতে অপর ফেরিওয়ালার মৃত্যু

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৫ , ১:০৪:৩২ প্রিন্ট সংস্করণ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ধারের টাকা চাইতে গিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে এক ফেরিওলার চাকুর আঘাতে অপর ফেরিওয়ালার মৃত্যু হয়েছে।
নিহত ফেরিওয়ালার নাম মাহবুল হো‌সেন (৪৫)। তি‌নি পান্ডুল ইউনিয়‌নের বাবুপাড়া এলাকার বানু শে‌খের ছে‌লে।
অভিযুক্ত‌ ফেরিওয়ালা আলেপ উদ্দিন (৫০) একই এলাকার কুড়ারপার গ্রা‌মের আছম উদ্দি‌নের ছে‌লে।
আজ রোববার (২৭ এপ্রিল) দুপু‌রে উপ‌জেলার পান্ডুল ইউনিয়‌নের কুড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
পু‌লিশ ও স্থানীয়রা জানান, মাহবুল হো‌সেন ও আলেপ উদ্দিন উভয় ফেরিওয়ালা। মহবুল হোসেন মসলা‌ এবং আলেপ উদ্দিন ঝালমু‌ড়ি ফেরি করে বিক্রি করেন। এর এক পর্যায়ে উভয়ের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠে। এক দিন আলেপ উদ্দি‌নের কা‌ছে টাকা ধার নেন মহবূল। উক্ত ধারের টাকা পরিশোধে বিলম্ব হওয়ায় রোববার আলেপ উদ্দি‌নের বা‌ড়ির সাম‌নে দি‌য়ে মাহবু‌ল যাওয়ার প‌থে তার পথ‌রোধ করে। এসময় পাওনা টাকা নিয়ে উভ‌য়ের ম‌ধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আলে‌প তার হা‌তে থাকা চাকু দি‌য়ে মাহবুলকে আঘাত করেন। প‌রে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতা‌লে নি‌য়ে যায়। সেখানে কর্তব্যরত চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন।উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)‌ জিল্লুর রহমান ব‌লেন, ব্যপারে থানায় মামলা ন‌থিভুক্ত হ‌য়ে‌ছে। এবং অভিযুক্ত আটক করা হয়েছে।

Author

আরও খবর

Sponsered content