বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে গৃহবধূ খাইরুন নাহার হত্যা: আসামী গ্রেফতার না হওয়ায় মানববন্ধন

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৫ , ১:১০:১৫ প্রিন্ট সংস্করণ

নইমুল ইসলাম নায়ুম,বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামে গত সপ্তাহে গৃহবধূ খাইরুন নাহার হত্যার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় বালিয়াডাঙ্গী চৌরাস্তায় অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার এবং বিচার দাবি করেছেন।

নিহতের পরিবার ও প্রতিবেশীরা অভিযোগ করেছেন, হত্যার ঘটনার সাতদিন পরও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেনি। তারা বলেন, ঘটনার রাতেই গৃহবধূ খাইরুন নাহারের স্বামী তাজমুল হকসহ আরো ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল, কিন্তু আজও কোনো আসামী গ্রেফতার হয়নি। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা পুলিশি তৎপরতার অভাবের ইঙ্গিত দেয়।

খাইরুন নাহারের পরিবার দাবি করেছেন, দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে কলহ চলছিল, বিশেষ করে সন্তান না হওয়ায় শ্বশুরবাড়ির সদস্যরা তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন। তারা অভিযোগ করেছেন, স্বামী তাজমুল হক, শাশুড়ি দরিফন বেগম এবং চাচি শাশুড়ি দুলালি বেগম সরাসরি নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ন মামলা এবং আমরা আশা করছি খুব শীঘ্রই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।’

এদিকে, মানববন্ধন চলাকালে নিহতের পরিবার ও স্থানীয় জনগণ দ্রুত গ্রেফতারের জন্য পুলিশকে তাগিদ দিয়েছেন এবং একইসাথে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন। এলাকাবাসী তাদের দাবির বিষয়ে দৃঢ় প্রত্যয়ী এবং তারা হত্যাকাণ্ডের সঠিক বিচার চাচ্ছেন।

Author

আরও খবর

Sponsered content