সংবাদকর্মীর কথা

গুরুদাসপুরে প্রতারক চক্রের কবলে সাংবাদিক পরিবার,নিরাপত্তা চেয়ে সাংবাদ সম্মেলন

  প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৫ , ৪:১৩:৪৮ প্রিন্ট সংস্করণ

সাধীন আলম হোসেন,নাটোর প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুরে প্রতারক চক্রের কবলে পড়ে হত্যার হুমকি,চাঁদা দাবি ও মিথ্যা অভিযোগে জড়িত করে সাংবাদিক পরিবারকে হয়রানি করার প্রতিবাদে এবং সাংবাদিক পরিবারের নিরাপত্তা চেয়ে নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে মঙ্গলবার(২৯শে এপ্রিল-২০২৫)সকালে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সাংবাদিক সম্মেলনে প্রতারক চক্রের কবলে পড়া, হত্যার হুমকি,চাঁদা দাবি ও মিথ্যা অভিযোগে জড়িয়ে পড়া সাংবাদিক পরিবারের পক্ষ থেকে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে লিখিত বক্তব্য দেন গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর গ্রামের বাসিন্দা ও নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের মহিলা সদস্য তাওহিদা ইসলাম তন্নী। বক্তব্যে তিনি বলেন,আমার ভাই ফিরোজ আলী ২০২৪ সালের ২৪ ডিসেম্বর রাজশাহীর তানোর থানার শিমলা আক্তার রিয়াকে বিয়ে করেন। তাদের মধ্যে পরিচয় হয় মোবাইল ফোনের মাধ্যমে,এবং এক মাস সম্পর্কের পর সে নাটোরে আমার ভাইয়ের সাথে দেখা করতে এসে আর যায়না এবং আত্মা হত্যার কথা বলে ব্ল্যাকমেইলের মাধ্যমে এই বিয়ে সম্পন্ন হয়।

কিন্তু বিয়ের মাত্র চার মাসের মাথায় শিমলা আক্তার রিয়া জানায় সে সন্তানসম্ভবা।বিষয়টি সন্দেহ হলে আমার ভাই ফিরোজ আলী তাকে নিয়ে নাটোর আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করান। পরীক্ষার রিপোর্ট অনুযায়ী দেখা যায়,রিয়ার গর্ভে তখন সাত মাসের সন্তান রয়েছে। অর্থাৎ, বিয়ের সময়ই সে তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল।

এই ঘটনার সত্যতা জানার পর ২০২৫ সালের ১৭ এপ্রিল রিয়া পাশের গ্রামের এক যুবক রাব্বির সাথে নগদ ৩০ হাজার টাকা, ২টি সোনার চেইন ও একজোড়া কানের দুল নিয়ে পালিয়ে যায়। এই প্রতারণার ঘটনায়, আমার ভাই গুরুদাসপুর আমলী আদালতে প্রতারণা, জালিয়াতি, ব্ল্যাকমেইল এবং ব্যভিচারের অভিযোগে মামলা দায়ের করেন (মামলা নং- ২১৩/২৫)। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

পূর্ব থেকেই জানা গেছে, শিমলা আক্তার রিয়া বিয়ের আগে থেকেই রাব্বি নামের ওই যুবকের সাথে অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন এবং পরবর্তীতে তার সঙ্গেই পালিয়ে যান।
এই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে রিয়া এখন নাটক সাজিয়ে আমার ভাই ও আমাদের পরিবারের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে। এছাড়া, আমাদের পরিবারের উপর সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলার হুমকি ও চাঁদা দাবির ঘটনাও ঘটানো হচ্ছে। এতে আমরা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছি।তিনি আরও বলেন আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি নাটোর জেলা পুলিশ প্রশাসনসহ দেশের সকল প্রশাসনের নিকট আকুল আবেদন জানাচ্ছি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content

আরও খবর: সংবাদকর্মীর কথা

সংবাদ প্রকাশের জেরে মিথ্যা মামলা সাংবাদিকদের মানববন্ধনে প্রতিবাদ

সাংবাদিকদের মিলনমেলায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি উদযাপন

বাংলাদেশের নির্যাতিত সাংবাদিকদের পাশে দাড়াঁতে আর্বিভাব হলো সাংবাদিক সংগঠন “সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)”

বাংলাদেশের নির্যাতিত সাংবাদিকর পাশে দাড়াঁতে আবির্ভাব হলো সাংবাদিক সংগঠন “সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)”

ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকা বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক ও জনতার মুখোমুখি —আহসান উদ্দিন খান শিপন

২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ — ব্যবস্থা নেয়নি আরএমপি, সকল সংবাদ বর্জনের ঘোষণা সাংবাদিক সমাজের