শিক্ষা ও ক্যাম্পাস

ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শ্রমিক স্বাস্থ্য ক্যাম্পেইন ও তরমুজ উৎসব উদযাপন

  প্রতিনিধি ২ মে ২০২৫ , ১:২৪:০৮ প্রিন্ট সংস্করণ

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে ‘শ্রমিক স্বাস্থ্য ক্যাম্পেইন’ এবং ‘তরমুজ উৎসব’ উদযাপন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি শাখা। বৃহস্পতিবার (১ মে) দুপুর ১টায় ক্যাম্পাসের ডায়না চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজনটি সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মণ্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আলীমুজ্জামান (টুটুল), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক এস এম সুইটসহ অন্যান্য সহ-সমন্বয়ক ও শতাধিক শ্রমিক।

দিবসটি উপলক্ষে শ্রমিকদের মাঝে তরমুজ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ‘তরমুজ বিপ্লবের প্রতীক’ হিসেবে শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয়েছে এই ফলটি, যা বৈষম্যবিরোধী লড়াইয়ে সহমর্মিতা ও সংহতির প্রতীক হিসেবে কাজ করবে।

বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, “জুলাই অভ্যুত্থানে শতাধিক শ্রমিক শহীদ হয়েছে। শ্রমিকরা এই দেশের উন্নয়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আন্দোলনকারীরা যখন রাস্তায় গুলির মুখে পড়ে শহীদ হয়েছিল, তখন অনেক শ্রমিক তাদের হাসপাতালে নিয়ে যায়। এই দেশ সবার। শ্রমিক ও মালিকের মধ্যে ঐক্য থাকা উচিত। কেন একজন শ্রমিক আট ঘণ্টার বেশি কাজ করবে? আমরা এই বৈষম্যের অবসান চাই। যারা বৈষম্য সৃষ্টি করতে চায়, তাদের প্রতিহত করতে হবে।”

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীরা রক্ত দিয়েছে, আবার শ্রমিকের রক্তে গড়ে উঠেছে পৃথিবী। এই শ্রমিকদের ঘামের সঙ্গে মিশে আছে দেশের উন্নয়ন ও সাফল্য। আমরা যারা লাভবান হই, তারা শ্রমিকদের উপযুক্ত মজুরি না দিয়ে তাদের অধিকার খর্ব করছি। শ্রমিককে শ্রেণি বিভাজনে না ফেলে মানুষ হিসেবে দেখতে হবে এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।”

Author

আরও খবর

Sponsered content