মামলা ওসমানিনগর (সিলেট) সংবাদদাতা:: সিলেটের ওসমানীনগরে ভূমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আওয়ামীলীগ ও যুবলীগ নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত ২৯ এপ্রিল উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর খাজানন্সি এলাকায়। যুক্তরাজ্য প্রবাসী মৃত ইস্কন্দর আলীর মেয়ে হাজেরা আলী পান্না বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষের হামলায় তিনি ও তার আপন ভাই প্রবাসী দিলন মিয়া মারাত্মক আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এতে তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভূমি দখলের অপচেষ্টা করে চলেছে।
আসামিদের মধ্যে রয়েছেন স্থানীয় আওয়ামীলীগ নেতা গোলাম রব্বানী সোহেল, জুয়েল মিয়া, রনি মিয়া, মফিজ মিয়া, যুবলীগ নেতা আব্দুল আলিম, সুমন মিয়া, যুবলীগ নেতা খোকন মিয়া, মঞ্জুর আলী, শিপন মিয়া, ইসমাইল খান, রিপন মিয়া, জগলু মিয়া, শিশু মিয়া, আহাদ মিয়া ও আব্দুস সহিদ।
এ বিষয়ে গত ৩০ এপ্রিল ওসমানীনগর থানায় মামলা দায়ের করা হয়।
মামলার নম্বর: ১৭- তাং ৩০/০৪/২০২৫, ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৮৫/৩৭৯/৫০৬/১১৪।
উক্ত বিষয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনায়েম মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।