বিশ্ব

মেহেরপুর মুজিবনগরে সীমান্তে শিশুসহ ১০ জনকে পুশব্যাক দিলো ভারত

  প্রতিনিধি ৪ মে ২০২৫ , ২:৪১:৪২ প্রিন্ট সংস্করণ

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ  মেহেরপুর মুজিবনগর উপজেলার ভবেরপাড়া সীমান্ত দিয়ে রোববার ৪ মে-২০২৫ ভোরে শিশুসহ ১০ জন বাংলাদেশিকে পুশব্যাক দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, পরে তাদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।

আটককৃতরা হলেন যশোর জেলার পুলেরহাট এলাকার সাইফুল হাসান, সাতক্ষিরা জেলার কলারোয়া উপজেলার বাটড়া গ্রামের প্রজেনজিৎ দাশ, মাদারিপুর জেলার রাজৈর থানার হাসেনকান্দা গ্রামের বিল্লাল শেখ, যশোর জেলার সাড়সা থানার কন্যাদা গ্রামের তারিকুল ইসলাম, খুলনা জেলার ডুমুরিয়া থানার মোনাবান্দা গ্রামের সেজুতি রায়, নড়াইল জেলার পাংকোবিলা গ্রামের অর্চনা রানি সরকার, যশোর জেলার নওয়াপাড়া থানার বোদ্দনা গ্রামের দেবদাস বিশ্বাস, রুপা বিশ্বাস ও জয়দেব বিশ্বাস,তাদের মধ্যে একজন শিশু রয়েছে।
স্থানীয় সূত্র ও বিজিবির তথ্য অনুযায়ী, অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল, সাজা ভোগ শেষে ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগার থেকে তাদের একত্র করে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হৃদয়পুর সীমান্ত দিয়ে মুজিবনগরের ভবেরপাড়া সীমান্তে ঠেলে দেয় বিএসএফ, সীমান্ত পার হওয়ার পর বিজিবি তাদের আটক করে তল্লাশি শেষে ক্যাম্পে নিয়ে যায়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ৯ জন প্রাপ্তবয়স্ক ও একজন শিশুকে বিএসএফ সীমান্ত পার করে বাংলাদেশে ঠেলে দিয়েছে, বিজিবি তাদের আটক করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Author

আরও খবর

Sponsered content