সারাদেশ

যশোরের চাঞ্চল্যকর ধর্ষণের আসামি বাপ্পী’কে গাজীপুর থেকে গ্রেফতার

  প্রতিনিধি ৪ মে ২০২৫ , ১১:৫৪:২৪ প্রিন্ট সংস্করণ

ইমাদুল ইসলাম- যশোর জেলা (প্রতিনিধি)
যশোরের চাঞ্চল্যকর ধর্ষণের আসামি বাপ্পী’কে র‍্যাব-৬ ও র‍্যাব–১ যৌথ অভিযান চালিয়ে গাজীপুর থেকে গ্রেফতার করে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে আইনের আওতায় আনতে র‍্যাব -৬ আভিযানিক দল কর্তৃক গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬ এর আভিযানিক দল জানতে পারে যে, আসামি মোঃ বাপ্পী হোসেন (৩০) গাজীপুরের বাসন থানাধীন বেরাইদেরচেলা এলাকায় আত্মগোপনে আছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব-৬, যশোর ও র‍্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর একটি যৌথ অভিযানিক দল ০৩/০৫/২০২৫ তারিখ, ১৭০৫ ঘটিকায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর এই ধর্ষণ মামলার প্রধান এজাহারনামীয় আসামি মোঃ বাপ্পী হোসেন (৩০), সাং- গাইদগাছী, থানা- কোতয়ালী, জেলা- যশোর’কে গ্রেফতার করে।
প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা যায় যে, অভিযুক্ত মোঃ বাপ্পি’ হোসেন এর ভিকটিমের বাড়িতে পূর্ব থেকেই আসা-যাওয়া ছিল। এরই সুযোগে আসামি ১৬/০৪/২০২৫ তারিখ, রাতে ভিকটিমকে কৌশলে ডেকে ঘরের দরজা খুলতে বলে এবং ভিকটিম দরজা খোলার সাথে সাথে ভিকটিমের মুখ চেপে ধরে বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন পূর্বক ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিম বাদী হয়ে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করলে আসামি আত্মগোপন করে। বিষয়টি র‍্যাব-৬, যশোর ক্যাম্প জানতে পেরে পলাতক আসামিকে গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেপ্তারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি গাজীপুর এর বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।

Author

আরও খবর

Sponsered content